Kar kache koi moner katha: খবরদার! শিমুলের গায়ে হাত দিতেই পরাগকে উচিত শিক্ষা দিল শতদ্রু, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
সম্পূর্ন বাস্তব সমাজকে চিত্রিত করা হয়েছে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে।

Kar kache koi moner katha: বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হাওয়া নবাগত ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল কার কাছে কই মনের কথা (Kar kache koi moner katha)। সম্পূর্ন বাস্তব সমাজকে চিত্রিত করা হয়েছে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। এই গল্পের নায়িকা শিমুলের প্রতিবাদী চরিত্র প্রথম থেকেই মন জয় করেছে দর্শকদের। বর্তমানে এই ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। প্রতিটি পর্বেই থাকছে বিশেষ চমক।
Kar Kache koi moner katha zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা যায় প্ল্যান করে অনুলেখাকে দিয়ে শতদ্রুকে শিমুলের বাড়িতে নেমন্তন্ন করতে পাঠায় প্রতীক্ষা। শতদ্রুকে দেখে প্রথমে চমকে যায় শিমুল। শতদ্রু শিমুলকে জিজ্ঞেস করে তার বর কোথায়! শিমুল জানায় একটু বাদেই চলে আসবে। এরপরই নিজেদের জীবনের নানা কথা নিয়ে আলোচনা করতে থাকে তারা। শতদ্রুর ওপর নিজের অভিমান উগরে দেয় শিমুল। শতদ্রু শিমুলের কথায় কষ্ট পেলেও মুখে কিছু বলেনা। শিমুল তাকে মিষ্টি খেতে জোর করলে সে জানা মিষ্টি খাওয়া সে ছেড়ে দিয়েছে এরপরই তাকে জোর করে অর্ধেক মিষ্টি খাইয়ে দিতে যায় শিমুল। এইসব আড়াল থেকে ক্যামেরাবন্দি করে পলাশ ও প্রতীক্ষা। তারা মনে মনে প্ল্যান করে এই ছবি দেখিয়েই শিমুলকে নষ্ট মেয়ে প্রমাণ করে বাড়ি ছাড়া করবে তারা। এই বলেই বাড়িতে ঢুকে শিমুলকে নানা নোংরা কথায় বিদ্ধ করতে থাকে তারা।
Kar kache koi moner katha Latest Episode
অন্যদিকে পলাশের ফোন পেয়ে তড়িঘড়ি বাড়ি চলে আসে পরাগ। একসঙ্গে শিমুল ও শতদ্রুকে দেখিয়ে পরাগকে ভুল বোঝায় পলাশ। সে বলে তার মা ও পরাগের অনুপস্থিতিতে প্রাক্তন প্রেমিককে ডেকে নোংরামো করছে শিমুল। এরপরই শিমুলের উপর চড়াও হয় পরাগ। শতদ্রুর সামনেই চুলের মুঠি ধরে শিমুলকে মারতে থাকে পলাশ। এরপরই শতদ্রু পরাগের হাত চেপে ধরে জানায় বর হলেও তার শিমুলকে মারার অধিকার নেই। পরাগ শিমুলের ওপর আরো চেচিয়ে বলে এইবার তার এই নোংরামি এসে ফাঁস করবে তার স্কুলে হেড স্যারের কাছে। এমনকি পাড়ার প্রত্যেকের কাছে। শতদ্রু বারবার বোঝাতে থাকে তারা ভুল বুঝছে। কিন্তু পলাশ বারংবার পড়াতে উস্কাতে থাকে নোংরা কথা বলে।
কী সাংঘাতিক! মিনিকে একা পেয়ে জোর করে তার সর্বনাশ করল রূপ, প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব
এরপরই দেখা যায় পুতুল এসে বলে শতদ্রু মিষ্টি খাচ্ছিল না বলেই পুতুল বলে গিয়েছিল তাকে মিষ্টি খাওয়াতে। শিমুল সেই কারণেই জোর করে মিষ্টি খাইয়ে দিচ্ছিল তাকে। কিন্তু শিমুল বা পুতুলের কোনো কথাই মানতে নারাজ পলাশ ও পরাগ। তারা শিমুলকে চরিত্রহীনার তকমা দিতেই থাকে। এরপর পলাশ শিমুলকে রাস্তার মেয়ে বললে শতদ্রু চড়াও হয় পলাশের উপর। সে বলে পলাশ এইবার তার মাত্রা ছাড়াচ্ছে। অন্যদিকে পরাগ বলে এই নষ্ট মেয়ের সাথে সে কোনো মতেই আর সংসার করবে না। এই ঘটনার পর শিমুলের জীবনে কোন ঝড় আসতে চলেছে? গল্পই বা কোন দিকে মোড় নেবে! জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি