Kar kache koi Moner katha: “বসিয়ে পুজো করবো বলে বিয়ে করিনি”! পরাগের নোংরা মানুষিকতা দেখে ক্ষিপ্ত দর্শক
কলকাতার বড় পরিবারের মেয়ের মফস্বলের বিয়ে হয়ে আসার কাহিনী নিয়েই শুরু হয়েছিল ধারাবাহিকের পটভূমি।

Kar kache koi Moner katha: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha) হলো অন্যতম। কলকাতার বড় পরিবারের মেয়ের মফস্বলের বিয়ে হয়ে আসার কাহিনী নিয়েই শুরু হয়েছিল ধারাবাহিকের পটভূমি। তবে যতদিন এগিয়েছে তা একটি নিম্ন-রুচির ধারাবাহিকে পরিণত হয়েছে। কখনো শাশুড়ির মানসিক অত্যাচার, কখনো স্বামীর শারীরিক অত্যাচার; এর মধ্যে দিয়েই সংসার করতে হচ্ছে শিমুলকে। প্রতিরাতেই একপ্রকার শারীরিক নির্যাতন তাকে সহ্য করতে হয়। ধারাবাহিকে সেই দৃশ্যগুলি দেখে রীতিমত শিউরে উঠছে দর্শকমহল!
Kar Kache Koi Moner Katha:Zee Bangla
ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায়, শিমুলের অতীত জানার জন্য মরিয়া হয়ে উঠেছে তার স্বামী। শিমুল কথায় কথায় বারংবার বুঝিয়ে দেয়, তার মন কখনোই বুঝতে পারবে না তার স্বামী। এমনকি তার মন যে অন্য কোথাও থাকে, সে কথাও সে উল্লেখ করেছে। শিমুলের এইরূপ কথায় রীতিমতো রেগে আগুন হয়ে যায় পরাগ! সে বারবার জানতে চায়, তাহলে তার মন কোথায় থাকে? তার কি কোনো অতীত ছিল? শিমুল অবশ্য সেই ব্যাপারে মুখ খুলতে নারাজ।
New Episode
স্বামীর সাথে সুসম্পর্ক গড়ে ওঠার বদলে শুধুমাত্র শারীরিক নিগ্রহ সহ্য করতে হচ্ছে শিমুলকে। এই কথা সে প্রতি রাতেই বলে তার স্বামীকে। তবু তার স্বামী একপ্রকার জোড় করেই শারীরিক সম্পর্ক গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে। ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায়, শিমুল একাধিকবার চেষ্টা করে তার স্বামীকে বোঝাতে যে তার শরীর ভালো নেই । কখনো তো তার সাথে বসে একটু গল্পও করা যায়। তবে তার স্বামী জানায়, সে এই কারণে তাকে বিয়ে করেনি।
চাপে পড়তেই বাপ! পুলিশের ভয়ে শিমুলের কাছে ক্ষমা চাইল স্বামী ও শাশুড়ি
তাহলে কি শিমুলের মন কখনোই বুঝবে না তার স্বামী পরাগ? এভাবেই কি অত্যাচারের মধ্যে দিয়ে তাকে সংসার করতে হবে! স্বামী- স্ত্রীর সুন্দর সম্পর্ক কি কখনোই দেখা যাবে না ধারাবাহিকে? জানতে চোখ রাখুন সেই বাংলার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি