বিনোদন দুনিয়া

Kar kache Koi Moner Katha: কোন আপস নয়! পরাগের বিরুদ্ধে নালিশ করতে স্কুলে ছুটলো শিমুল! প্রকাশ্যে জমজমাট পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হওয়া নতুন ধারাবাহিক গুলির মধ্যে কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha) অন্যতম।

Advertisements

Kar kache Koi Moner Katha: জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হওয়া নতুন ধারাবাহিক গুলির মধ্যে কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha) অন্যতম। প্রথম থেকেই গার্হস্থ্য হিংসার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই ধারাবাহিকের মধ্য দিয়ে। সঙ্গে ফুটে উঠেছে প্রাচীনপন্থী মনোভাব। সদ্য বিয়ে করে শ্বশুরবাড়িতে আসা শিমুল প্রথম থেকেই অত্যাচার ও অপমানের শিকার হয়েছে। তবে তার প্রতিবাদী চরিত্র মন জয় করেছে দর্শকদের। আপাতত ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে দর্শকদের মধ্যে।

Kar kache Koi Moner Katha Zee Bangla

Kar Kache Koi Moner Katha

Advertisements

বর্তমানে ধারাবাহিকের গল্পে দেখা গিয়েছে নতুন মোড়। সম্প্রতি টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, শাশুড়ির কাশি যাওয়ার ইচ্ছা পূরণ করতে নিজের বিয়ের আশীর্বাদের গয়না বন্ধক দেয় শিমুল। তবে সেই কথা বাড়ির কেউই অবগত নয়। অন্যদিকে বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে যাওয়ায় শিমুলকে নিয়ে শুরু হয় জল্পনা- কল্পনা। এরই মাঝে শিমুলের দেওর পলাশ বলে ওঠে সে হয়তো তার পুরনো প্রেমিকের সঙ্গে দেখা করতে গেছে। পলাশ আরো জানায় শিমুলের প্রেমিকের নাম শতদ্রু। বাড়ি থেকে ছেলেটাকে মেনে না নেওয়ায় শিমুল তার দাদাকে বিয়ে করেছে। এরই মাঝে বাড়িতে আসে শিমুল। সে কোথায় গিয়েছিল এই কথা তার শাশুড়ি জিজ্ঞেস করলে শিমুল জানায় ব্যক্তিগত কাজে। এরপরই পলাশ শিমুলকে চরিত্রহীনার তকমা দিলে প্রতিবাদ করে শিমুল।

Kar kache koi moner katha

এরপরই দেখা যায় রাতে হিড়হিড় করে টানতে টানতে পরাগ শিমুলকে ঘরে নিয়ে গিয়ে তার প্রাক্তনের কথা জানতে চায়। শিমুল বলে অতীতে কিছু থেকে থাকলেও বর্তমানে যে যার জীবনে সেটেল্ড। সে আরো বলে সম্পর্ক টেকেনি বলেই সে বিয়ে করেছে পরাগকে। এই কথা শুনে শিমুলকে চড় মারে পরাগ। শিমুল তাকে জানায় এই ঘটনার শেষ দেখে ছাড়বে সে। পরাগ জানায় সে কিছু করতে পারবে না এবং সে শিমুলকে ডিভোর্স দেবে।

Kar kache Koi Moner Katha New Episode

Kar kache Koi Moner Katha: কোন আপস নয়! পরাগের বিরুদ্ধে নালিশ করতে স্কুলে ছুটলো শিমুল! প্রকাশ্যে জমজমাট পর্ব

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নয়া পর্ব। যেখানে দেখা গিয়েছে, পরের দিন শিমুল পৌঁছে গিয়েছে পরাগের স্কুলে। সেখানে হেড স্যারের সঙ্গে দেখা করে পরাগের সমস্ত কীর্তির কথা ফাঁস করে সে। শিমুল জানায় পরাগ একজন শিক্ষক সে ছোটো ছোট বাচ্চাদের শিক্ষা দেয় কিন্তু তার নিজের শিক্ষাতেই ফাঁক রয়ে গিয়েছে। এরপর সব ঘটনা সে জানায় পরাগের স্কুলের হেডস্যারকে। সমস্ত ঘটনা শোনার পর পরাগকে ডেকে পাঠান হেডস্যার।

জল্পনার অবসান! বিয়ের মন্ডপেই সব সত্যি স্বীকার করল রূপ, প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব

Kar kache Koi Moner Katha: কোন আপস নয়! পরাগের বিরুদ্ধে নালিশ করতে স্কুলে ছুটলো শিমুল! প্রকাশ্যে জমজমাট পর্ব

হেডস্যারের ঘরে ঢুকে শিমুলকে দেখে চমকে উঠে পরাগ। সে জানতে চায় শিমুল এখানে এসছে কেন? এরপরই হেডস্যার বলে তুমি বউয়ের গায়ে হাত তোলো পরাগ? আজকের দিনে দাঁড়িয়েও পুরনো ধ্যান-ধারণা নিয়ে বেঁচে থাকো! হেডস্যার শিমুলকে জানান, ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটলে সে যেন তৎক্ষণাৎ জানায় তাকে এবং সেই সঙ্গে পরাগকে সতর্ক করে বলে তার চাকরি বাঁচাতে হলে সে যেন ভবিষ্যতে আর কোনদিন এমন কাজ না করে। তবে কি এইবার চাকরি খোয়ানোর ভয়ে পরাগ কি আদৌ নিজেকে শুধরাবে? নাকি শিমুলের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো ঝড়! কোন দিকে মোড় নেবে গল্প ? জানতে দেখুন কার কাছে কই মনের কথা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles