Kar kache Koi Moner Katha: ভোল বদল! মনমালিন্য ভুলে শিমুলকে মেয়ের সম্মান দিল শাশুড়ি মধুবালা, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
মাত্র কয়েক মাস জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে 'কার কাছে কই মনের কথা (Kar kache koi moner katha)' ধারাবাহিকটি।

Kar kache koi moner katha: মাত্র কয়েক মাস জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে ‘কার কাছে কই মনের কথা (Kar kache koi moner katha)’ ধারাবাহিকটি। এরই মধ্যে দর্শক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ধারাবাহিকটি। প্রথম থেকেই প্রাচীনপন্থী চিন্তাধারা এবং গার্হস্থ্য হিংসার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই ধারাবাহিকের মধ্য দিয়ে। যার কারণে বারবার সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এসছে এই ধারাবাহিকটি। নিয়মিত দর্শকরা জানেন, বিয়ের প্রথম দিন থেকেই শ্বশুরবাড়ির লোকেদের মনের মত হয়ে উঠতে পারেনি শিমুল। প্রতি পদক্ষেপে অপমান ও অত্যাচার সহ্য করে টিকে থাকতে হয়েছে তাকে। নিজের না পাওয়ার যন্ত্রণাগুলো শিমুলের উপর দিয়ে প্রতিমুহূর্তে উসুল করতে চেয়েছে শিমুলের শাশুড়ি। তবে আগের থেকে শিমুলের উপর একটু হলেও নরম হয়েছেন মধুবালা দেবী।
Kar kache koi moner katha zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, মধুবালা দেবী তীর্থ যাওয়ার জন্য তার ছেলেদের থেকে টাকা চাইলে তার দুই ছেলেই সাফ জানিয়ে দেয় তারা তীর্থ যাত্রার জন্য এত টাকা খরচ করতে পারবে না। এরপরই শাশুড়ির তীর্থ যাত্রার সখ পূরণ করতে নিজের হাতের বালা বন্ধক দেওয়ার সিদ্ধান্ত নেয় শিমুল। বিপাশার সঙ্গে সোনার দোকানে বালা জোড়া বন্ধক দিয়ে শাশুড়ির হাতে টাকা তুলে দেয় শিমুল।
Kar kache koi moner katha New Episode
এরপরই দেখা যায় তীর্থ যাওয়ার জন্য জিনিসপত্র গোছগাছ শুরু করলেই মধুবালার দুই ছেলে জানতে চায় সে টাকাটা কোথা থেকে পেয়েছে? প্রতীক্ষা থেকে শুরু করে কাকিমা সবাইকেই জিজ্ঞেস করে তারা। এরপরই পুতুল জানায় টাকাটা শিমুল দিয়েছে। এই শুনে চক্ষু চড়কগাছ হয় পরাগের। সে জানতে চায় শিমুল অত টাকা কোথা থেকে পেল? সেই প্রশ্নের উত্তর দিলে আবারও অশান্তি শুরু করে পরাগ। তবে এইবার শিমুলের পক্ষ নেয় মধুবালা। সে জানায় তোমরা তো মুখ ফিরিয়ে নিয়েছিল সেই সময় শিমুল বন্ধক দিয়ে টাকা জোগাড় করে দিয়েছে। মধুবালা জানায় সে না থাকাকালীন যদি কোনো সমস্যা হয় সেই কারণেই সে সত্যি কথা জানিয়ে দিল। এই কথা শুনে লজ্জিত বোধ করে পরাগ ও পলাশ। এদিকে মধুবালা পুতুলের সব দায়িত্ব শিমুলের কাঁধে দিয়ে বেরিয়ে পড়ে তীর্থযাত্রার উদ্দেশ্যে। তবে কি এইভাবেই ধীরে ধীরে শাশুড়ি-বৌমার সম্পর্কের দূরত্ব ঘুচবে? কী হতে চলেছে আগামী পর্বগুলিতে জানতে দেখতে থাকুন কার কাছে কই মনের কথা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি