বিনোদন দুনিয়া

Kar kache Koi Moner Katha: এখনো ভালবাসি! স্বামীর অবর্তমানে প্রাক্তন প্রেমিককে বাড়ি ঢুকালো শিমুল! ফাঁস ধারাবাহিকের ধুন্ধুমার পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে 'কার কাছে কই মনের কথা (Kar kache Koi Moner Katha)'।

Advertisements

Kar kache koi Moner Katha: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে ‘কার কাছে কই মনের কথা (Kar kache Koi Moner Katha)’। মাত্র কয়েক মাসের মধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে এই ধারাবাহিক। প্রাচীনপন্থী চিন্তাধারা সহ একটি রক্ষণশীল পরিবারের গল্প উঠে এসছে এই ধারাবাহিকের মধ্য দিয়ে। বাস্তব প্রেক্ষাপটকে গল্পের মধ্যে তুলে ধরায় দর্শকমহলে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই ধারাবাহিক। নিয়মিত দর্শকরা সকলেই জানেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির প্রত্যেকের চক্ষুশুল হয়ে ওঠে শিমুল। তার প্রতিবাদী চরিত্র কেউই পছন্দ করেনা। একের পর এক অত্যাচার সহ্য করতে হয় তাকে। তবে ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে আগের চেয়ে একটু হলেও মধুবালার অর্থাৎ শাশুড়ির মন জিততে পেরেছে শিমুল।

Kar kache koi moner katha

Dron mukharjee

Advertisements

ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে, নিজের বিয়ের গয়না বন্ধক দিয়ে শাশুড়িকে তীর্থযাত্রায় পাঠিয়েছে শিমুল। শাশুড়িও নিশ্চিন্তে পুতুলের দায়িত্ব শিমুলের হাতে ছেড়ে চলে গিয়েছেন তীর্থযাত্রায়। এরপরই দেখা যায় পুতুলকে মায়ের ভালোবাসায় আগলে রাখছে শিমুল। খুব যত্নও করছে তাকে। অন্যদিকে দেখা যায়  শিমূলের প্রাক্তন প্রেমিক শতদ্রু বোনের বিয়েতে নিজের বন্ধুদের নেমতন্ন করতে যায়। সেখানে উপস্থিত ছিল প্রতীক্ষার বন্ধুও। যার শতদ্রুর উপর ক্রাশ ছিল এবং প্রথম থেকেই সে শিমুলকে সহ্য করতে পারত না। এরপরই শতদ্রুর বন্ধুরা শিমুলের বাড়িতে গিয়ে তাকে নেমতন্ন করতে বলে। প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত রাজি হয় সে। এইদিকে দেখা যায় শিমুলকে ফাঁসানোর জন্য প্রতীক্ষা ও পলাশ নোংরা চক্রান্ত করে তার বিরুদ্ধে। প্রতীক্ষা খুঁটিনাটি তথ্য জোগাড় করে শিমুল ও তার প্রাক্তন প্রেমিকের সম্বন্ধে। ইতিমধ্যে শিমুল শাশুড়ি মায়ের বেশ প্রিয় হয়ে উঠেছে যা সহ্য করতে পারছে না প্রতীক্ষা তাই তাকে সকলের সামনে ছোট করতে উঠেপড়ে লেগেছে সে।

‘ও একটা মিথ্যেবাদী’! গিনির বৌভাতে ময়ূরীকে সিঁদুর পরাতে গেলে নীলকে সব সত্যি জানালো গিনি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব 

Kar kache koi moner katha New Episode

Kar kache koi moner katha

Advertisements

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে, শতদ্রু বোনের বিয়েতে নেমন্তন্ন করতে উপস্থিত হয় শিমুলের শ্বশুরবাড়িতে। দরজা খুলে শিমুল শতদ্রুকে দেখে বেশ চমকেই যায়। শতদ্রুকে বাড়িতে ঢুকতে দেখেই পলাশ ফোন করে তার দাদাকে বাড়িতে ডেকে নেয়। শতদ্রু জানায় তার বোনের বিয়েতে সে শিমুল ও তার বরকে নেমন্তন্ন করতে এসছে। শতদ্রু তার বরকে ডাকতে বললে শিমুল বলে তার হাতেই কার্ডটা দিয়ে দিতে। এরপর শতদ্রুকে বসতে বলে সে মিষ্টি নিয়ে আসে তার জন্য। সে নিজে হাতে তাকে মিষ্টি খাওয়াতে গেলে ঠিক সেই সময়ই শিমুলকে হাতেনাতে ধরতে পলাশ, প্রতীক্ষা ও পরাগ বাড়িতে ঢুকে পড়ে। পলাশ বলে ওঠে ‘ছি ছি তুমি বাড়িতে প্রেমিককে ডেকে এনে নোংরামো করছো’! এই কথা শুনে গর্জে উঠে শিমুল সে জানায় তাকে বা তার বন্ধুকে আর একটা বাজে কথা বললে তার ফল খারাপ হবে। এই ঘটনার পর কোন ঝড় নেমে আসবে শিমুলের জীবনে! শাশুড়ির চোখে কি আবারও ছোটো হয়ে যাবে শিমুল! কোন দিকে মোড় নেবে গল্প জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা (Kar kache Koi Moner Katha)।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles