Kar kache Koi Moner Katha: ‘আমি ম্যারিটাল রেপের শিকার’! সহ্যের সীমা পার হতেই পরাগকে অ্যারেস্ট করাল শিমুল, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
বর্তমানে এই সিরিয়ালের গল্প মোড় নিয়েছে অন্যদিকে। একের পর টুইস্ট দেখা যাচ্ছে ধারাবাহিকের প্রতিটি পর্বে।

Kar Kache Koi Moner Katha: জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা (Kar kache Koi Moner Katha)। মাত্র কয়েক মাসের মধ্যেই দর্শকদের মন জয় করেছে এই ধারাবাহিক। বর্তমানে এই সিরিয়ালের গল্প মোড় নিয়েছে অন্যদিকে। একের পর টুইস্ট দেখা যাচ্ছে ধারাবাহিকের প্রতিটি পর্বে। নিত্য দর্শকরা সকলেই জানেন মধুবালার অনুরোধে পরাগের ঘরে যেতে এবং তার সঙ্গে থাকতে রাজি হয় শিমুল।
Kar kache Koi Moner Katha Zee Bangla
ধারবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে পরাগের ঘরে যাওয়ার পরই পরাগের দ্বারা পাশবিক অত্যাচারের শিকার হয়েছে সে। আবারও শিমুলের সম্মতি ছাড়াই তার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করে সে। এমন ভাবেই শিমুলকে বিছানায় যাওয়ার জন্য সে ধাক্কা মারে যাতে তার মাথা ফেটে যায়। শিমুল জানিয়ে দেয় এই ঘটনার শেষ দেখে ছাড়বে সে। পরের দিন সকালে মধুবালাকে সে দেখিয়ে দেয় তার কথা শুনে পরাগের ঘরে যাওয়ার পরিণতি তার কি হয়েছে এবং তার সঙ্গে সে এও জানায় যে দরকার পড়লে পরাগকে শুধরাতে সে পুলিশের দ্বারস্থ হবে। পরাগ জানায় সেও শিমুলের নামে অভিযোগ করবে এবং তার সঙ্গে থাকবে না। অন্যদিকে দেখা যায় শতদ্রু শিমুলের বান্ধবীদের শিমুলের খোঁজ নিতে তার শশুরবাড়ি যেতে বলছে।
Kar Kache Koi Moner Katha New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে শিমুল মধুবালাকে জানিয়ে দেয় তার অনুরোধে সে পরাগের ঘরে গিয়েছিল কিন্তু যে অসভ্য আচরণ তার সঙ্গে করেছে পরাগ তারপর সে আর তাকে ছাড়বে না। সে পরাগকে শাস্তি দেবেই। মধুবালা শিমুলের সঙ্গে একমত হয়ে জানায় যদি পরাগ কোনো খারাপ কাজ করে থাকে তবে শিমুল যেন তাকে শাস্তি দেয়। শিমুল মধুবালাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শিমুল বেরিয়ে যাওয়ার পরেই পলাশ পরাগকে বলে সে শিমুলকে সহ্য না করে যেন হাতপা বেধে ফেলে রাখে। পরাগ জানায় সে শিমুলের সঙ্গে সংসার করতেই চায়না।
তুমি ওকে শাস্তি দাও বৌমা! পরাগের শাস্তির জন্য শিমুলের পাশে দাঁড়াল মধুবালা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
পলাশ ও পরাগের এমন কথা শুনে মধুবালা জানায় তারা পড়াশোনায় ডিগ্রিধারী হলেও প্রকৃত মানুষ হয়ে উঠতে পারেনি। অন্যদিকে শিমুল পুলিশ স্টেশনে গিয়ে পরাগের বিরুদ্ধে নালিশ জানায়। তার অত্যাচারের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেয় শিমুল। অফিসার বলে যে শিক্ষা দেয় সেই অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত। এরপরই সে শিমুলকে জিজ্ঞেস করে সে কি চায় পরাগকে তুলে এনে শাস্তি দিতে? শিমুল পুলিশের কথায় সম্মতি জানিয়ে বলে পরাগের যাতে শাস্তি হয় সে সেটাই চায়। তবে কি শেষ পর্যন্ত শিমুল অ্যারেস্ট করাবে পরাগকে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প? জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি