বিনোদন দুনিয়া

Kar kache Koi Moner Katha: অবিশ্বাস্য ভোলবদল! ছেলেদের বিরুদ্ধে গিয়ে শিমুলের পাশে দাঁড়ালো শাশুড়ি মধুবালা, প্রকাশ্যে ধারাবাহিকের মোড় ঘোরানো পর্ব 

গল্পের প্রতিটি পর্বে থাকছে টানটান উত্তেজনা।

Advertisements

Kar kache koi moner katha: যত সময় এগোচ্ছে ততই দর্শকের মন জয় করে নিচ্ছে জি বাংলার (Zee Bangla) কার কাছে কই মনের কথা (Kar kache koi moner katha) ধারাবাহিকটি। গল্পের প্রতিটি পর্বে থাকছে টানটান উত্তেজনা। তাই কোনো এপিসোড মিস করতে চাইছেন না দর্শক। প্রথম দিকে শিমুলের সঙ্গে তার শাশুড়ির প্রতি পদক্ষেপে মনোমালিন্য হলেও এখন অনেকটাই শিমুলের প্রতি নরম হয়েছে তার শাশুড়ি। যা সহ্য করতে পারছে না প্রতীক্ষা।

Kar kache koi moner katha zee Bangla

Kar kache koi moner katha

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, শিমুলকে ফাঁসানোর জন্য নোংরা চক্রান্ত করে প্রতীক্ষা ও পলাশ। প্রতীক্ষার বন্ধু আনুলেখাকে দিয়ে শতদ্রুকে শিমুলের শশুরবাড়িতে পাঠায় প্রতীক্ষা ও পলাশ। প্ল্যান মতো শতদ্রু শিমুলের বাড়ি এলে পলাশ ও প্রতীক্ষা চক্রান্ত করে পরাগের সামনে চরিত্রহীনা প্রমাণ করে শিমুলকে। এমনকি শতদ্রুর সামনেই শিমুলকে চুলের মুঠি ধরে মারে পরাগ। সঙ্গে জানায় তার কেচ্ছা পাড়ার লোকের সামনে এসে এবার আনবে। এরপরই শিমুলকে রান্নাঘরে ঢোকার অধিকার থেকে বঞ্চিত করে পরাগ ও পলাশ। রান্নাঘরে তালা ঝুলিয়ে দেয় তারা। কিন্তু তালা ভেঙেই নিজের ও পুতুলের জন্য খাবার বানায় শিমুল। বাড়িতে ফিরে এই নিয়েও ঝামেলা শুরু করে পরাগ ও পলাশ। তবে শিমুল তাদের কথায় বিশেষ পাত্তা দেয়না।

Kar kache koi moner katha New Episode

Kar Kache Koi Moner Katha

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে তীর্থ সেরে বাড়ি ফিরে এসেছে মধুবালা। বাড়িতে ফিরতে না ফিরতেই তার দুই ছেলে বাড়ি এবং পাড়ার লোক জড়ো করে বিচার সভা বসায়। পলাশ সবটাই খুলে বলে মধুবালা দেবীকে। সেই সময় পরাগের কাকিমা জানায় যেভাবে বলা হচ্ছে ঘটনাটা আদৌ তেমন হয়নি। শিমুলের বন্ধু মিষ্টি খেতে চাইছিল না বলে সে মিষ্টি খাইয়ে দিচ্ছিল আর সেই ছবিই তুলেছে পলাশ।

নোংরামির সীমা পার! বৌভাত অনুষ্ঠানে সকলের সামনেই মিনির সঙ্গে চরম অসভ্যতা করলো রূপ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Kar kache Koi Moner Katha

মধুবালা দেবী তখনই জানান তার বৌমার ব্যাপারে কোনো খারাপ কথা সে শুনবে না। এদিকে পরাগ বলে শিমুল তাকে টাকা দিয়ে কিনে নিয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে মধুবালা দেবী জানান তারা বড্ড বেশি বাড়াবাড়ি করছে এই শিমুলকে নিয়ে। সঙ্গে সঙ্গে পুতুলও আসল সত্যিটা তার মাকে জানায় এবং সেই সঙ্গে শিমুলও বলে সে কোনো ভুল করেনি। মধুবালা অবশ্য তাদের দুজনের কথাতেই বেশি বিশ্বাস করে। তবে কি এইবার মধুবালা শিমুলের পক্ষ নিয়ে তার ছেলেদের বিরুদ্ধে লড়াই করবে? তাদের দুজনের বন্ধুত্বে গল্পের মোড় কী ঘুরে যাবে অন্যদিকে? কি হতে চলেছে আগামী পর্বগুলিতে জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles