Kar kache koi moner katha – চাপে পড়তেই বাপ! পুলিশের ভয়ে শিমুলের কাছে ক্ষমা চাইল স্বামী ও শাশুড়ি
কলকাতার মেয়ে শিমুল মফস্বলে বিয়ে করে গিয়ে কিভাবে নিজের জীবনে মানিয়ে নিচ্ছে সেই নিয়েই আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।

Kar kache koi moner katha – Zee Bangla
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় রয়েছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner katha)। বর্তমানে এই ধারাবাহিকের প্রত্যেকটি এপিসোডেই চলছে টানটান উত্তেজনা। কলকাতার মেয়ে শিমুল মফস্বলে বিয়ে করে গিয়ে কিভাবে নিজের জীবনে মানিয়ে নিচ্ছে সেই নিয়েই আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প। যদিও প্রোমোতে পাঁচজন গৃহবধূর বন্ধুত্বের আভাস দেওয়া হয়েছিল তবে এখন তা দাম্পত্য কলহ এবং পারিবারিক সমস্যার মধ্যেই সীমাবদ্ধ।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, বিয়ের প্রথম দিন থেকেই অপমান ও অত্যাচারের শিকার হয়েছে শিমুল। বিয়ের পর থেকেই তার নাচ গান শিকেয় উঠেছে। এমনকি পাড়ার নাচের অনুষ্ঠানেও অংশ নিতে মানা করা হয় তাকে। তবে শাশুড়ির বিরুদ্ধে গিয়ে বাড়িতেই নাচের রিহার্সাল দেয় সে। এরপরই হয় বিপত্তি। শিমুলকে রাতের বেলা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় তার স্বামী পরাগ। যা দেখে বেজায় চটেছেন দর্শকরা।
শিমুলকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল স্বামী! সম্প্রচারের আগেই ফাঁস ধামাকাধার পর্ব
Kar kache koi moner katha- New Episode
তবে পরবর্তী এপিসোডে দেখা যাবে, শিমুলকে বাড়ি নিয়ে যেতে চাইলেও সে জেদ ধরে যে, সে বাড়ি যাবে না। তার শ্বশুরবাড়ির কীর্তি সকলের সামনে তুলে ধরতে চায় সে। শিমুলের শ্বশুরবাড়ির সামনে হাজির হয় পাড়ার অন্যান্য বউরা। তারা জানায়, শিমুলের কাছে ক্ষমা না চাইলে পরাগ ও শিমুলের শাশুড়ির বিরুদ্ধে নাগরিক কমিটিতে জানাতে বাধ্য হবে তারা। যদিও শেষমেশ একপ্রকার চাপে পড়ে এবং চাকরি খোয়ানোর ভয়ে শিমুলের কাছে হাত জোড় করে ক্ষমা চায় তার শাশুড়ি ও বর। সঙ্গে পাড়ার বউরা জানায় যে, ভবিষ্যতে শিমুলের উপর অত্যাচার হলে তারা আবারও নাগরিক কমিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাবে। এখন ভবিষ্যতে আর কী কী অত্যাচার সহ্য করতে হবে শিমুলকে তা জানা যাবে ধারাবাহিকের পরবর্তী এপিসোডগুলিতে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি