বিনোদন দুনিয়াভিডিও

Kar Kache Koi Moner Katha: দর্শকদের কথা ভেবে ঘুরে গেল গল্প! দর্জাল শাশুড়ি হল বৌমার বেস্ট ফ্রেন্ড, প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো 

বর্তমানে গল্প যেদিকে মোড় নিয়েছে তাতে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শক।

Advertisements

Kar kache koi moner katha: যত সময় এগোচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে জি বাংলার (Zee Bangla) মেগা ‘কার কাছে কই মনের কথা (Kar kache koi moner katha)’। গল্পের নায়িকা শিমুলের প্রতিবাদী চরিত্র মনে দাগ কেটে গিয়েছে দর্শকের। এমনকি ধারাবাহিকের নেগেটিভ চরিত্রগুলিও এতটাই প্রাণবন্ত হয়ে উঠেছে যে খুব সহজেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। বর্তমানে গল্প যেদিকে মোড় নিয়েছে তাতে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শক।

Kar kache koi moner katha zee Bangla

Kar Kache Koi Moner Katha: দর্শকদের কথা ভেবে ঘুরে গেল গল্প! দর্জাল শাশুড়ি হল বৌমার বেস্ট ফ্রেন্ড, প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো 

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট করা পর্বে দেখা গিয়েছে, শিমুলকে মিথ্যা বদনাম দিয়ে পলাশ, প্রতীক্ষা ও পরাগ ফাঁসাতে চাইলে শিমুলের পাশে দাঁড়ায় মধুবালা দেবী। সে তাদের কথার থেকে শিমুলের কথাকেই প্রাধান্য দেয় বেশি। এমনকি ইদানিং শিমুলের সঙ্গে তার বেশ বন্ধুত্বও হয়েছে। আসলে মধুবালা দেবী দেখেছে শিমুল অন্তর থেকে তাদের ভালোবাসে এমনকি যে দিদিকে পরাগ ও পলাশ অবহেলা করে তাকে ভালবাসা দিয়ে আগলে রাখে শিমুল। এমনকি শিমুল শতদ্রুর বোনের বিয়েতে যাওয়ার জন্য আর্জি জানালে তাতেও মত দেয় মধুবালা। শুধু তাই নয় পড়া শিমুলকে মারতে গেলে তার বিরুদ্ধেও রুখে দাঁড়ায় মধুবালা দেবী সে জানা পড়ার যদি আর কোনদিন শিমুলের গায়ে হাত তোলে তবে তার চেয়ে খারাপ আর কেউ হবে না। আপাতত শিমুলতা শাশুড়ির এমন বন্ধুত্ব দেখে বেশ আনন্দ পেয়েছে সকল দর্শক।

শাশুড়ি হো তো অ্যাইসি! ছেলেদের বিরুদ্ধে গিয়ে শিমুলের পাশে দাঁড়ালো মধুবালা, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব

Kar kache koi moner katha New Promo

Kar Kache Koi Moner Katha

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি প্রোমো যেখানে দেখা যাবে ঘুড়ির উৎসবে শিমুলদের বাড়ির ছাদে পাড়ার বউরা দল বেঁধে ঘুড়ি ওড়াচ্ছে। এমন সময় ছাদে আসে মধুবালা দেবী। তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। মধুবালা দেবী বলে এটা বাড়ি না বাজার! এরপরই একটি ঘুড়ি নিয়ে আকাশে ওড়াতে থাকে মধুবালা এবং বলে ভোকাট্টা। শাশুড়ির এহেন আচরনে খুশি হয়ে শিমুল এবং পাড়ার বউরা হাততালি দেয়। সে এসে তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলে তুমি এত ভালো ঘুড়ি ওড়াতে পারো। তখনই তার শাশুড়ি বলে ‘শাশুড়ি মাকে যখন তুমি বলে ডেকেছ তখন সবসময়ই তুমি করেই বলতে হবে।’ তবে কি এইভাবেই পাল্টে যাবে শিমুল ও মধুবালা সম্পর্কে সমীকরণ? আস্তে আস্তে কী বন্ধু হয়ে উঠছে তারা? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles