Kar Kache Koi Moner Katha: ‘তুমি খুব ভালো মেয়ে বৌমা’, শিমুলকে আপন করে বুকে টেনে নিল তার শাশুড়ি, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
গল্পের নায়িকা শিমুলের প্রতিবাদী চরিত্র নজর কেড়েছে দর্শকদের।

Kar Kache Koi Moner Katha: বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম সর্বত্রই জি বাংলার (Zee Bangla) কার কাছে কই মনের কথা (kar Kache Koi Moner Katha) ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। প্রতিটি পর্বে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা। ধারাবাহিকটি শুরু হবার প্রথম দিকে বারংবার বিতর্কের শিকার হলেও বর্তমানে কিন্তু দর্শকের মনে পাকাপাকি স্থান দখল করেছে এই ধারাবাহিক। গল্পের নায়িকা শিমুলের প্রতিবাদী চরিত্র নজর কেড়েছে দর্শকদের। নিত্য দর্শকরা সকলেই জানেন বিয়ের প্রথম দিন থেকেই অপমান ও অত্যাচার জুটেছে শিমুলের কপালে। তবুও দাঁতে দাঁত চিপে লড়াই করেছে শিমুল।
Kar Kache Koi Moner Katha Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, মধুবালা তীর্থ যাত্রার সুযোগ নিয়ে শিমুলের প্রাক্তন প্রেমিককে বাড়িতে এনে ফাঁসিয়েছে পলাশ ও প্রতীক্ষা। শতদ্রু বাড়িতে আসার পরই তাদের কিছু ছবি আড়াল থেকে তুলে রাখে তারা এবং ঠিক করে এই ছবিই দেখিয়েই পরাগ ও মধুবালা দেবীর কাছে শিমুলকে চরিত্রহীন প্রমাণ করবে। এদিকে পরাগও শতদ্রকে শিমুলের সঙ্গে দেখে ভুল বোঝে তার স্ত্রীকে। শুধু তাই নয় শতদ্রুপ সামনে শিমুলের উপর শারীরিক অত্যাচারও করে পরাগ। এরপর মধুবালা ফিরলে শিমুলের বিরুদ্ধে বিচার সভা বসায় পরাগ। এমনকি নিজের স্কুলের হেডস্যার ও পাড়ার বউদেরও জড়ো করে সে। যদিও তাতে আখেরে কোনো লাভ তাদের হয়নি। মধুবালা দেবী ও ছেলেদের কথা কে প্রাধান্য দিয়ে শিমুলকে ভুল বোঝে। যদিও শিমুল বারবার বলতে থাকে তার কোনো দোষ নেই।
Kar Kache Koi Moner Katha New Episode
এইসবের মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে শিমুলকে সকলের সামনে যখন অপমান করা হচ্ছে সেই সময়ই পরাগের কাকিমা বলে ‘আমি জানি তুই খুব ভালো মেয়ে তোর গায়ে কাদা ছেটানো হচ্ছে, তুই সেগুলোকে ধুয়ে ফেল।’ এদিকে শিমুল তার শাশুড়িকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, সে তার দুই ছেলের জন্য রান্না করতে পারবে না আর তার শাশুড়ি যদি সবার রান্না করে নেয় তাহলে শিমুলকে আলাদা রান্না করে খেতে হবে। এই কথা শুনে শিমুলের ওপর প্রথমে রাগ দেখালেও পড়ে মধুবালা দেবী জানান সংসারে থাকতে গেলে অনেক কিছুই মানিয়ে নিতে হয়।
ঘোর বিপদ! শিমুল ও শতদ্রুকে একসঙ্গে পার্কে দেখে চমকে উঠল পলাশ ও প্রতীক্ষা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
শিমুল জানায় প্রতি রাতে তাকে দাম্পত্য নির্যাতনের শিকার হতে হয়। তার ভালো লাগার গুরুত্ব দেয়না তার বর। শিমুলের মুখে এই কথা শুনে নিজের অতীত জীবনের কথা বলতে থাকে মধুবালা দেবী। সেও যে তার বরের দ্বারা প্রতিদিন দাম্পত্য নির্যাতনের শিকার হয়েছে সেই কথা শিমুলকে জানায় মধুবালা দেবী। এরপরই মধুবালা দেবী শিমুলকে বলে সকলের সামনে বলতে না পারলেও শিমুল যে বড্ড ভালো মেয়ে সে বুঝতে পারে সেটা। এই শুনে শিমুল মনে মনে শান্তি পায় এবং মধুবালা দেবীকে জানান তিনি যে এই কথা শিমুলকে বলেছেন তাতেই শান্তি তার। তবে কি আস্তে আস্তে পাল্টে যাচ্ছে শিমুল ও তার শাশুড়ির সম্পর্কের সমীকরণ? শিমুল কি এইবার সব পরিস্থিতিতে পাশে পাবে তার শাশুড়ি মাকে? কোন দিকে মোড় নেবে গল্প? জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি