Kar Kache Koi Moner Katha: নতুন চমক! পরাগকে শিক্ষা দিতে শতদ্রুর প্রস্তাবে রাজি হয়ে গেল শিমুল, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
সমাজের বাস্তব দিককে ধারাবাহিকে তুলে ধরা হয়েছে। তাই খুব কম সময়ই দর্শকের প্রিয় হয়ে উঠেছে এটি।

Kar kache koi moner katha: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner Katha) । সমাজের বাস্তব দিককে ধারাবাহিকে তুলে ধরা হয়েছে। তাই খুব কম সময়ই দর্শকের প্রিয় হয়ে উঠেছে এটি। এছাড়া রয়েছে গল্পের নায়িকা শিমুলের প্রতিবাদী চরিত্র যা মনে দাগ কেটেছে দর্শকদের। ইদানিং গল্প বেশ মোড় নিয়েছে অন্যদিকে। গল্প শুরুর দিকে যে শাশুড়ি শিমুলকে সহ্য করতে পারত না ইদানিং সেই শিমুলকে কাছে টেনে নেয়।
Kar kache koi moner katha zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, পরাগের বারণ সত্ত্বেও শতদ্রুর বোনের বিয়েতে যায় শিমুল ও পুতুল। অন্যদিকে শতদ্রু পরাগকে ডিভোর্স দিয়ে শিমুলকে তার কাছে ফিরে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু শিমুল তার এই প্রস্তাব গ্রহণ করে না। শতদ্রু বলতে থাকে সে এখনও শিমুলকেই ভালোবাসে আর বিয়ে করলে তাকেই করবে তাই শিমুল যেন ঐ নরক যন্ত্রণা থেকে বেরিয়ে এসে তাকে বিয়ে করে সুখে শান্তিতে থাকে। সে শিমুলকে জানায় জীবনের যে কোনো মুহূর্তে সে শিমুলকে গ্রহণ করতে রাজি। কিন্তু শিমুল জানায় তাকে আর নতুন করে আশার আলো যেন না দেখায় শতদ্রু। সে মেনে নিয়েছে তার ভাগ্যকে।
এদিকে কথা বলতে বলতে দেরি হয়ে গেলে না খেয়েই পুতুলকে নিয়ে বিয়েবাড়ি থেকে বেরিয়ে আসে শিমুল। কিন্তু মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ায় তারা পরে মহা বিপদে। অন্যদিকে রাত বাড়লেও শিমুল বাড়ি না ফেরায় বেজায় চটে পরাগ এবং পলাশ তো নোংরা মন্তব্য করতেই থাকে শিমুলের নামে।
সত্যের মুখোমুখি নীল! গিনির করুণ দুর্দশা গাঙ্গুলী পরিবারের সামনে আনলো মেঘ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
Kar kache Koi Moner Katha New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে রাস্তায় কিছু গুন্ডার সম্মুখীন হয় শিমুল। কিন্তু বুদ্ধির জোরে বেচেঁ যায় তাদের থেকে। এদিকে পলাশ মধুবালা দেবীকে বলতে থাকে পুতুলকে লাশ করে ফিরলে তবে তার টনক নড়বে। তার এই কথা শুনে রেগে যায় মধুবালা। এরপরই মধুবালা তুতুলকে বলে শিমুলের কোনো বন্ধুকে ফোন করে খোঁজ নিতে। কোনো বন্ধুর নম্বর না থাকায় সে ফোন করে শিমুলের ছোটো বৌদিকে। কাজরী তুতুলদের জানায় শিমুল অনেক আগেই বেরিয়ে গিয়েছে বিয়েবাড়ি থেকে হয়তো রাস্তায় কোনো বিপদে পড়েছে। এরপর কাজরী শতদ্রুকে সবটা জানায়। এরপরই শিমুলকে ফোন করলে সবটা খুলে বলে শিমুল। তাদের বাড়ি পৌঁছে দিতে বোনের বিয়ে ছেড়েই সে বেরিয়ে পড়ে এবং বাড়ি ছেড়ে দেয়। এদিকে বাড়ি ফেরার পর থেকেই শিমুলকে কথা শোনাতে থাকে পরাগ। কিন্তু শিমুল তার কথায় বিশেষ পাত্তা না দিয়ে মধুবালাকে সবটা খুলে জানায়। কিন্তু পুতুল হাসফাঁস করতে থাকে শতদ্রুর নামটা বলার জন্য! তবে কি শতদ্রুর কথা জানতে পেরে আবারও পরাগ অত্যাচার করবে শিমুলকে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি