বিনোদন দুনিয়াভিডিও

Kar Kache Koi Moner Katha: সব সীমা পার! শতদ্রুকে দেখেই শিমুলের চুলের মুঠি ধরে মারতে শুরু করল পরাগ, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব

সমাজের বাস্তবিক প্রেক্ষাপটকে তুলে ধরে একটু ভিন্ন স্বাদের গল্প পরিবেশন করছে এই ধারাবাহিক।

Advertisements

Kar Kache Koi Moner Katha: জি বাংলার (Zee Bangla) পর্দায় সদ্য শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha) অন্যতম কয়েক মাসের মধ্যেই এই ধারাবাহিক দর্শকের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। সমাজের বাস্তবিক প্রেক্ষাপটকে তুলে ধরে একটু ভিন্ন স্বাদের গল্প পরিবেশন করছে এই ধারাবাহিক। বিয়ের পর একজন মেয়েকে শশুরবাড়িতে কি কি ভাবে অপমানিত হতে হয় এবং মানিয়ে নিতে হয় সেই চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে গল্পের মধ্য দিয়ে। গল্পের নিয়মিত দর্শকরা সকলেই জানেন, প্রথম থেকেই শশুরবাড়ির সকলের নয়নের মনি হয়ে উঠতে পারেনি শিমুল বরং একের পর এক অপমান ও অত্যাচারের শিকার হতে হয়েছে তাকে। তবে গল্প এখন মোড় নিয়েছে অন্যদিকে। যত দিন ততই যাচ্ছে মধুবালা দেবীর মন জয় করছে শিমুল।

Kar Kache Koi Moner Katha latest Update

Kar kache koi moner katha

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে শিমুলকে ফাঁসানোর জন্য প্ল্যান করেছে প্রতীক্ষা ও পলাশ। প্রতীক্ষার কথা মত শতদ্রুকে শিমুলের বাড়িতে একপ্রকার জোর করে নেমতন্ন করতে পাঠায় অনুলেখা। সবার কথা মত শিমুলের বাড়িতে পৌঁছায় শতদ্রু। শতদ্রুকে দেখে শিমুল একপ্রকার চমকে গেলেও তাকে বাড়িতে আপ্যায়ন করে বসায় এবং জল মিষ্টি দিয়ে তার সঙ্গে কথাবার্তা শুরু করে। শতদ্রু জানতে চায় তার স্বামী কখন আসবে? শিমুল জানায় কিছুক্ষনের মধ্যেই চলে আসবে। শত্রু মনে মনে ভাবে তার বরের হাতে বিয়ের কার্ডটা দিয়েই চলে যাবে।

Kar kache koi moner katha

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের আসন্ন পর্ব। যা দেখে ক্ষোভে ফেটে পড়বে দর্শক। আগামী পর্বে দেখা যাবে শতদ্রুকে মিষ্টি খাইয়ে দিতে যায় শিমুল। শিমুলকে ফাঁসাতে এই দৃশ্য ফোনে তুলে রাখে পলাশ ও প্রতীক্ষা এবং এই ছবি দেখেই তাকে নষ্ট মেয়ে প্রমাণ করে বাড়ি থেকে তাড়াবে বলে ঠিক করে তারা।

‘রূপ একজন দুশ্চরিত্র’! বিয়ের পরের দিনই গিনিকে সব সত্যি জানালো মিনি, প্রকাশ্যে ধারাবাহিকের আসন্ন পর্ব 

Kar Kache Koi Moner Katha: সব সীমা পার! শতদ্রুকে দেখেই শিমুলের চুলের মুঠি ধরে মারতে শুরু করল পরাগ, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব

এরপরই বাড়িতে চলে আসে পরাগ। সে আসতেই শুরু হয় অন্য আরেক নাটক। পরাগ বাড়িতে এসে এইসব দেখার পর চুলের মুটি ধরে টানতে টানতে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বলে সব কথা সে হেডস্যারকে জানাবে। শিমুল ব্যথায় চিৎকার করে উঠলে শতদ্রু তাকে বাঁচানোর চেষ্টা করে পরাগের থেকে। তবে এইবার কোন দিকে মোড় নেবে গল্প? কোন অজানা ঝড়ের মুখে পড়তে হবে শিমুলকে? কী বিপদ অপেক্ষা করছে তার জন্য! জানতে দেখুন কার কাছে কই মনের কথা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles