Kar kache Koi Moner Katha: জমজমাট এপিসোড! পরাগ ও পলাশকে জব্দ করতে শিমুলের নামে সব সম্পত্তি লিখে দিলেন মধুবালা দেবী
চলতি সপ্তাহতেও সকলকে পিছনে ফেলে টিআরপি তালিকায় সেরার সেরা হয়ে উঠেছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি।

Kar kache koi Moner Katha: বর্তমানে জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় রয়েছে কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha)’। ইদানিং দর্শকমহলে এই মেগার জনপ্রিয়তা তুঙ্গে। চলতি সপ্তাহতেও সকলকে পিছনে ফেলে টিআরপি তালিকায় সেরার সেরা হয়ে উঠেছে এই ধারাবাহিকটি।
Kar Kache Koi Moner Katha Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছিল শিমুলকে চিরতরে শেষ করে ফেলার জন্য দশমীর দিন তার শরবতে বিষ মেশায় পরাগ, পলাশ ও প্রতীক্ষা। শিমুলের শরীরে বিষ পাওয়া গেছে শুনে সকলেই সন্দেহ করতে থাকে পরাগ ও পলাশকে। শিমুলের পাড়ার বান্ধবীরা পুলিশের কাছে গিয়ে তাদের নামে অভিযোগও জানায়। তাতে সম্পূর্ণ সমর্থন জানায় মধুবালা দেবী ওরফে পরাগ ও পলাশের মা।
কিন্তু শিমুল সুস্থ হয়ে পুলিশকে বলে সে ইমোশনাল হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরাগ ও পলাশ নির্দোষ তাই তাদের কোনো ভাবে যেন হেনস্থা না করা হয়। পুলিশ বুঝতে পারে শিমুল মিথ্যা বলছে তবুও শিমুলের বয়ানের উপর ভিত্তি করেই পলাশ ও পরাগকে ছেড়ে দেন তারা।
Kar Kache Koi Moner Katha latest episode
পরাগকে জব্দ করতে নতুন ফন্দি! তিন দিনে পাঁচ লাখ টাকা না পেলে পুলিশে যাবে শিমুল
শিমুলের এই ব্যবহারে তার ওপর ক্ষুব্ধ হয় তার পাড়ার বান্ধবী থেকে শুরু করে মধুবালা দেবীও। তারা বারবার শিমুলকে জিজ্ঞেস করে কেন সে এই কাজ করল। মধুবালা দেবী শিমুলকে বলে তার ছেলেদের শাস্তি হলে অন্তত তারা শুধরে যেত এরপর তারা আরো বড় কোনো সর্বনাশের খেলায় মাতবে। শিমুল সকলকে জানায় মধুবালা দেবী ও পুতুলের কথা ভেবেই সে এমন সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে দেখা যায় পরাগ পলাশ ও প্রতীক্ষা আলাদাভাবে দেখা করে। তারা ভাবতে থাকে এত বড় ঘটনা ঘটার পরও শিমুল কেন তাদের ছেড়ে দিল।
প্রতীক্ষা বলতে থাকে শিমুলের নিশ্চই কোনো বড় মতলব আছে। শিমুলকে যাতে বাড়ি থেকে বের করতে পারে সেই কারণে প্রতীক্ষা তার ও পলাশের বিয়ে নিয়ে পরাগকে চাপ দিতে থাকে। পলাশ পরাগকে বলতে থাকে তাদের বিয়ের পরেই যেন সে শিমুলকে ডিভোর্সের নোটিশ পাঠায় নচেৎ শিমুল যেকোনো তার মা ওরফে মধুবালা দেবীর থেকে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেবে। পলাশের মুখে এমন কথা শুনে আবারও শিমুলকে ভুল বুঝে সন্দেহ করতে থাকে পরাগ। যদি সত্যিই পরাগ ও পলাশকে জব্দ করতে মধুবালা দেবী সমস্ত সম্পত্তি শিমুলের নামে লিখে দেয় তবে কেমন লাগবে দর্শকদের!
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি