বিনোদন দুনিয়া

Kar Kache Koi Moner Katha: শিমুলকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল স্বামী! সম্প্রচারের আগেই ফাঁস ধামাকাধার পর্ব

শহরের মেয়ে শিমুলের মফস্বলে বিয়ে হয়ে আসার কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকের পটভূমি।

Advertisements

Kar Kache Koi Moner Katha: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির তালিকায় বর্তমানে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha) হলো অন্যতম। শহরের মেয়ে শিমুলের মফস্বলে বিয়ে হয়ে আসার কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকের পটভূমি। যদিও ধারাবাহিকের শুরুতে দেখানো হয়েছিল, গৃহবধূদের বন্ধুত্ব নিয়ে শুরু হবে এই গল্প কিন্তু আদতে তা পরিণত হয়েছে বৈবাহিক ঝামেলায়। মূখ্য চরিত্রে থাকা শিমুল বিয়ে হয়ে এসে থেকেই নানান নির্যাতনের শিকার হচ্ছে। শিমুল এর প্রতিবাদ করলেও, নির্যাতনের কোনোরকম শেষ নেই! এবার শাস্তি হিসেবে তাকে বের করে দেওয়া হল শ্বশুরবাড়ি থেকে।

এক ঝলকে

Advertisements

Kar Kache Koi Moner Katha- Zee Bangla

Kar Kache Koi Moner Katha

ধারাবাহিকের নতুন পর্ব সামনে আসতেই মাথায় হাত দর্শকদের ! একপ্রকার শাশুড়ির বিরুদ্ধে গিয়েই নাচের মহড়ায় অংশগ্রহণ করেছিল শিমুল কিন্তু তার পরিণতি যে এত ভয়ঙ্কর হতে পারে, সে কখনোই ভাবতে পারেনি। নাচের রিহার্সালে অংশগ্রহণ করার জন্য শিমুলের স্বামী তার গায়ে হাত পর্যন্ত দেয়। তবে এখানেই শেষ হয় না তাদের নির্যাতন।

Advertisements

New Episode

Kar Kache Koi Moner Katha

শাশুড়ির কুমন্তব্য, দেওরের চোখ রাঙানি এবং স্বামীর হাতে মার খাওয়ার পরেও তাকে খেতে দেওয়া হয় না সারারাত। এর পাশাপাশি তার স্বামী হঠাৎ করেই তাকে রাতের অন্ধকারে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়। তবে শিমুলকে একা ছাড়েনি তার বড় ননদ। শিমুলের হাত ধরে সেও রাতের অন্ধকারে বেরিয়ে এসেছে বাড়ির বাইরে।

ফুলশয্যার খাটে বউ ছেড়ে মাকে নিয়ে শুলো নায়ক! ‘কার কাছে কই মনের কথা’র ঝলক দেখে ছি ছি করছে দর্শক

Kar Kache Koi Moner Katha

এরপরে শিমুলের কাকিমা শাশুড়ি এসে অবশ্য তাকে ঘরে যাওয়ার জন্য অনুরোধ করে। তবে এখানেও হার মানে না সে। শিমুল বলে সে না খেয়ে সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করবে। দিনের আলোতে সবাইকে সে দেখাতে চায়, কীভাবে বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। দর্শকরা আপাতত অপেক্ষারত আগামী পর্বগুলির জন্য।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles