Kar kache Koi Moner Katha: পরাগকে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু শিমুলের! প্রকাশ্যে ধারাবাহিকের মোড় ঘোরানো পর্ব
জি বাংলার (Zee Bangla) সদ্য শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে 'কার কাছে কই মনের কথা' হলো অন্যতম।

Kar kache koi moner katha: জি বাংলার (Zee Bangla) সদ্য শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে ‘কার কাছে কই মনের কথা’ হলো অন্যতম। খুব অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের মন জিতে নিয়েছে। কলকাতার মেয়ে শিমুলের মফস্বলের শ্বশুরবাড়ির বাধা-নিষেধ দেখে যেমন দর্শকদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে! ঠিক তেমনভাবেই একটা মেয়ে কীভাবে অন্য মেয়ের পাশে দাঁড়াতে পারে, সেই কাহিনীও চমকিত করেছে সকলকে। তবে আর না! এবার ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল শিমুল। আর নির্যাতন সহ্য না করে, সে পরাগকে ডিভোর্স দেবে বলেই মনস্থির করল। তার পাশে দাঁড়ালো পাড়ার সব বউয়েরা।
Kar Kache Koi Moner Katha- Zee Bangla
বিয়ে হয়ে এসে থেকেই শিমুলকে দেওয়া হয়েছে হাজারো বিধি-নিষেধ। তার মধ্যেই তাকে জলাঞ্জলি দিতে হয়েছে তার প্রিয় নাচ ও গানকে। তবে পাড়ার বৌদিদের সাহায্য নিয়ে লুকিয়ে পাড়ার অনুষ্ঠানে নাচ করেছিল সে। দুর্ভাগ্যবশত শেষ রক্ষা আর হয় না! সকলেই জানতে পেরে যায়, শিমুলই পাড়ার মঞ্চে নাচ করেছে। শিমুলের শাশুড়ি থেকে শুরু করে স্বামী সকলেই তাকে বাড়ি থেকে বের করে দিতে তৎপর হয়ে ওঠে। শিমুলের স্বামী তো বলেই দেয়, সে শিমুলকে ডিভোর্স দেবে!
Kar kache koi moner katha New Episode
এদিকে শিমুলের পাশে এসে দাঁড়ায় পাড়ার সকল বউয়েরা। বিপাশা জানায়, সে শিমুলকে তার নিজের বাড়িতে থাকতে দেবে। নাচ, গান করার সব ব্যবস্থা সে করে দেবে। একরোখা শিমুলও এবার ঘুরে দাঁড়ায়। সে তার স্বামীকে বলে, পরাগ না বরং সে পরাগকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে যাবে। এরপর চাকরির চেষ্টা করবে।
পাড়ার অনুষ্ঠানে নাচ করায় বড়ো প্রতিদান দিতে হল শিমূলকে! প্রকাশ্যে ধারাবাহিকের টানটান পর্ব
এভাবেই শেষ হতে চলেছে শিমুল আর পরাগের সংসার। সত্যিই কী শিমুল পরাগকে ডিভোর্স দিয়ে নতুন করে জীবন শুরু করবে? ধারাবাহিকের আগামী পর্বগুলি জানতে, চোখ রাখতে হবে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি