বিনোদন দুনিয়া

Kar kache Koi Moner Katha: ওকি কথা! শাশুড়িকে অমান্য করেই বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে গেল শিমুল

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে 'কার কাছে কই মনের কথা' (Kar Kache Koi Moner Katha) হলো অন্যতম।

Advertisements

Kar kache Koi Moner Katha:  জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha) হলো অন্যতম। অল্প কয়েকদিনের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে নিয়েছে। কলকাতার মেয়ে শিমুলের মফস্বলে বিয়ে হয়ে আসা থেকেই শুরু হয়েছে ধারাবাহিকের গল্প। কীভাবে একটি মেয়ে অন্য মেয়ের বন্ধু হয়ে উঠতে পারে, বিপদে-আপদে তার পাশে দাঁড়াতে পারে; সেটিই হল এই ধারাবাহিকের মূল বিষয়বস্তু। ধারাবাহিকের নতুন পর্বটিও এভাবেই চমকপ্রদ করতে চলেছে দর্শকদের। যেখানে দেখা যাচ্ছে, শ্বশুর বাড়ির হাজারো বিধি-নিষেধ না মেনে পাড়ার বৌদির সাথে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিমুল!

Kar kache Koi Moner Katha- Zee Bangla

Kar kache Koi Moner Katha: ওকি কথা! শাশুড়িকে অমান্য করেই বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে গেল শিমুল

Advertisements

এমন দৃশ্য দেখে সত্যিই অবাক ধারাবাহিকের দর্শকরা! আগামী পর্বে দেখা যাবে শিমুল তার শাশুড়ির কাছে ছুটি চাইছে ঘুরতে যাওয়ার জন্য। প্রথমে সে শাশুড়িকে বলে, সে রান্নার কাজ তো করবে কিন্তু ঘর মোছা, বাসন মাজার কাজ সে করবে না কারণ এগুলি বাড়ির কাজের লোকের কাজ। শাশুড়ি তখন তাকে বাড়ির বউ বলে আখ্যা দেয় এবং বলে এই সব কাজ বাড়ির বউরাই করে। এর প্রতুত্তরে অবশ্য শিমুল বলে, বাড়ির কাজের লোকেরা এত কাজ করলেও তাদের যেমন ছুটির প্রয়োজন হয়; সেরকম শিমুলেরও দুদিনের ছুটির প্রয়োজন রয়েছে। এই শুনে অবাক হয়ে যায় তার শাশুড়ি!

এক ঝলকে

Advertisements

New Episode

Kar kache Koi Moner Katha

আসল কারণ হলো, শিমুল তার পাড়ার সব বউদের সঙ্গে ঘুরতে যাবে। তার জন্য দু’দিন তো সময় লাগবেই আর এই দু’দিনের জন্যই বাড়ির সব কাজ থেকে ছুটি চেয়েছে শিমুল। এই সময় পাড়ার সব বউয়েরা শিমুলের পাশে এসে দাঁড়ায়। শিমুলের শাশুড়ি এসব দেখে রীতিমত রেগে আগুন হয়ে যায়!

পাড়ার অনুষ্ঠানে নাচ করায় বড়ো প্রতিদান দিতে হল শিমূলকে! প্রকাশ্যে ধারাবাহিকের টানটান পর্ব

Kar kache Koi Moner Katha: ওকি কথা! শাশুড়িকে অমান্য করেই বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে গেল শিমুল

একরোখা শিমুলের ঘুরে দাঁড়ানোর কাহিনী সকলকেই চমকিত করছে। তবে শিমুলের শাশুড়ি কি কোনোভাবে মেনে নেবে শিমুলের এতটা অবাধ্যতা? শিমুল কি আদৌ ঘুরতে যেতে পারবে? এই সবকিছুই জানতে, দেখতে হবে ‘কার কাছে কই মনের কথা’ শুধুমাত্র জি বাংলায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles