Kar kache koi moner katha: ‘তুমি একটা জানোয়ার’, পরাগ গায়ে হাত তুলতেই ধৈর্যের সীমা ভাঙলো শিমুলের! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে 'কার কাছে কই মনের কথা (Kar kache koi moner katha)'।

Kar kache koi moner katha: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে ‘কার কাছে কই মনের কথা (Kar kache koi moner katha)’। প্রথম থেকেই গল্পের বাস্তববাদী প্রেক্ষাপট মন জিতে নিয়েছে দর্শকদের। গল্পের নায়িকার শিমুলের প্রতিবাদী চরিত্র প্রথম থেকেই যেমন পছন্দ করেছিল দর্শক তেমনি গল্পের নায়ক পরাগের চরিত্রটি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। গল্প যত আবর্তিত হয়েছে ততই গার্হস্থ্য হিংসার ছবি ফুটে উঠেছে এই ধারাবাহিকের মধ্যে।
Kar kache koi moner katha zee Bangla
বর্তমানে ধারাবাহিকে গল্প মোড় নিয়েছে অন্যদিকে। সাম্প্রতিক ধারাবাহিকের টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, গয়না বন্ধক দিয়ে শিমুল ও বিপাশা পৌঁছায় সুচরিতার বাড়িতে। সেখানে গল্প গুজব করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় শিমুল। এদিকে শ্বশুরবাড়িতে তাকে নিয়ে ততক্ষণে হাজারো জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে শিমুলের গায়ে চরিত্রহীনার তকমাও দিয়েছে তার দেওর পলাশ। সে তার মা ও দাদাকে জানিয়ে দিয়েছে যে, তার বৌদির পূর্বে একটা প্রেম ছিল আর সে হয়তো তার সাথেই লুকিয়ে লুকিয়ে দেখা করতে যায়। এই কথা শুনে মাথায় বাজ ভেঙে পড়েছে পরাগ ও তার মায়ের। বৌদিকে সমর্থন করায় তুতুলকেও খারাপ মেয়ে বলে সম্বোধন করে পলাশ।
এরপরই পলাশ জানায় শিমুলের প্রাক্তন প্রেমিকের নাম শতদ্রু। সে বলে ছেলেটি চাকরি না পাওয়ায় শিমুলের বাড়ি থেকে তাকে মেনে নেয়নি এবং সেই কারণেই শিমুল তার দাদাকে বিয়ে করেছে। এই কথা শুনে বেজায় চটে যায় পরাগ। সে জানায়, এই কথা সত্যি হলে শিমুলকে ডিভোর্স দেবে সে। তার কথায় সম্মতি দেয় তার মাও। এর মধ্যেই বাড়িতে ঢোকে শিমুল এবং এরপরই একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তার দিকে। শিমুল কোথায় গিয়েছিল এই কথা জানতে চাওয়া হলে সে জানায় ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিল। তার শাশুড়ি বলে সে তাকে জানিয়ে যায়নি কেন? উত্তরে শিমুল বলে ঘুমাচ্ছিলেন বলে তাকে ডাকেনি শিমুল।
ভোল বদল, শিমুলের চরিত্রে কালি দিতেই ভাইয়ের ওপর গর্জে উঠলো পরাগ!, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
Kar kache koi moner katha New Episode
এরপরই শিমুলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে তার দেওর পলাশ। সে বলে প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় বলেই তো কাউকে জানাতে পারেনা। চরিত্রহীন মেয়ে। এই কথায় গর্জে ওঠে শিমুল। পরাগ জানতে চায় শতদ্রু কে? শিমুল পাল্টা প্রশ্ন করে কে? পরাগ তাকে বলে ‘ন্যাকা সেজো না।’ এরপরই রাতে শিমুলকে টানতে টানতে ঘরে নিয়ে আসে পরাগ। প্রাক্তনের কথা জানতে চায় শিমুলের থেকে। শিমুল বলে কিছু থেকে থাকলেও তা বিয়ের আগের কথা এখন যে যার জীবনে সেটেল্ড। সে জানায় সম্পর্ক টেকেনি বলেই সে বিয়ে করেছে। এই কথা শুনেই শিমুলকে চড় মারে পরাগ। শিমুল বলে সে একটা ‘জানোয়ার’ এবং সে আরো জানায় যে এর শেষ দেখে ছাড়বে সে। তবে কি এইবার পরাগের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পুলিশের কাছে যাবে শিমুল? কোন দিকে মোড় নেবে গল্প! আগামী পর্বগুলি দেখতে চোখ রাখুন জি বাংলার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি