Kar kache koi Moner Katha: তুমি ওকে শাস্তি দাও বৌমা! পরাগের শাস্তির জন্য শিমুলের পাশে দাঁড়াল মধুবালা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
প্রথম থেকেই টিআরপি তালিকায় নিজের জায়গা পাকাপোক্ত করেছে এই ধারাবাহিক।

Kar kache koi Moner Katha: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে ‘কার কাছে কই মনের কথা (Kar kache Koi Moner Katha)’। প্রথম থেকেই টিআরপি তালিকায় নিজের জায়গা পাকাপোক্ত করেছে এই ধারাবাহিক। পরকীয়া বা ত্রিকোণ প্রেমের গল্প ছেড়ে একটু ভিন্ন স্বাদের গল্প পরিবেশন করে থাকে এই ধারাবাহিক। যার কারণে কম সময়েই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে এই সিরিয়াল।
Kar kache Koi Moner Katha Zee Bangla
আপাতত গল্প মোড় নিয়েছে অন্যদিকে। নিত্য দর্শকরা জানেন মধুবালা আস্তে আস্তে শিমুলের বন্ধু হয়ে উঠছে। শিমুল তার সব কাজেই পাশে পাচ্ছে তাকে। এমনকি শিমুলের পাশে থাকতে নিজের দুই ছেলের বিরুদ্ধেও গেছে মধুবালা।
শেষ পর্বে দেখা গিয়েছে শিমুলকে বুঝিয়ে পরাগের ঘরে যেতে রাজি করায় মধুবালা। সে বলে পরাগ যেহেতু তার স্বামী তাই সে যেন একটু মানিয়ে গুছিয়ে তার সঙ্গে থেকে যায়। শিমুল জানায় শুধু পুতুলের উপর মায়া পরে গেছে বলেই সে এই বাড়ি ছেড়ে যেতে পারেনা। মধুবালা শেষবারের মতো শিমুলের কাছে অনুরোধ জানায় যাতে সে তার ছেলেকে শুধরে ভালো মানুষ করে তোলে। মধুবালার কথা ফেলতে না পেরে তার অনুরোধেই পরাগের ঘরে যায় শিমুল। কিন্তু তারপরেই পাশবিক নির্যাতনের শিকার হয় সে। আবারও শিমুলের সম্মতি ছাড়া জোর জবরদস্তি করে শারীরিক সম্পর্কের চেষ্টা করে পরাগ। শিমুলকে সে এমন ধাক্কা মারে যে তার মাথা কেটে যায়। এরপরই শিমুল পরাগকে জানায় এই ঘটনার সে শেষ দেখে ছাড়বে।
Kar kache koi Moner Katha New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে, সকাল বেলা পরাগের কাকিমা ও তুতুল আসে তাদের বাড়িতে। শিমুল ঘুম থেকে ওঠেনি দেখে সকলেই খোঁজ করতে থাকে শিমুলের। পুতুল শিমুলকে ডাকতে গেলে মধুবালা জানায় সে যখন ওঠেনি তাকে ডাকার দরকার নেই। এরই মাঝে সেখানে হাজির হয় পলাশ চোটপাট করতে থাকে সকালের চা নিয়ে। এরপর আরো নানা কথা সে বলতে থাকে। এমন সময় সেখানে শিমুল এলে পুতুল দেখতে পায় তার মাথা অনেকটা কেটে গেছে। এরপর তারা সকলেই বুঝতে পারে শিমুলের এই অবস্থা করেছে পরাগ।
দুর্ধর্ষ এপিসোড! পালাতে গিয়ে পর্ণার কাছে ধরা পড়ল চয়ন ও রুচিরা
শিমুল মধুবালাকে জিজ্ঞাসা করে এরপরও কি তার পরাগের ঘরে গিয়ে পড়ে পড়ে মার খাওয়া উচিত? পরাগ এসে পলাশের কাছে শিমুলের কান্নাকে বিদ্রুপ করে। পলাশ বলে সে তার পাশে থাকবে। এরপরই শিমুল জানায় সে একটা জায়গায় যাচ্ছে এমন জায়গা যেখানে পরাগের মতো জানোয়ারদের শাস্তি হয়। শিমুলের কথায় সায় দিয়ে মধুবালা দেবীও বলে এদের শাস্তি দরকার নাহলে শুধবারে না। পরাগ শিমুলকে বলে সে কিচ্ছু করতে পারবে না। পরাগ তাকে দেখে নেবে। তবে কি এইবার শিমুলের সঙ্গে হওয়া অন্যায়ের জন্য পুলিশের দ্বারস্থ হবে সে? অ্যারেস্ট করাবে পলাশকে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব! জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি