Kar kache Koi Moner Katha: মোড় ঘোরানো পর্ব! শিমুলের সঙ্গে শতদ্রুর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মধুবালা দেবী!
বর্তমানে টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়ে প্রথম স্থান অধিকার করে নিয়েছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি।

Kar kache Koi Moner Katha: জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘কার কাছে কই মনের কথা (kar Kache Koi Moner Katha)’। যত দিন এগোচ্ছে ততই এই ধারাবাহিকের জনপ্রিয়তা বর্ধিত হচ্ছে। প্রতি পর্বে একের পর এক ধামাকা নিয়ে হাজির হচ্ছে এই ধারাবাহিকটি। যার কারণে বর্তমানে টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়ে প্রথম স্থান অধিকার করে নিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন শিমুল ও মধুবালা নিজেদের জীবনে সুখে থাকতে শুরু করলে তা সহ্য করতে পারেনা পরাগ ও পলাশ। শিমুলের বাড়বাড়ন্ত তারা কিছুতেই সহ্য করতে পারেনা। তাই পরাগ ও পলাশ সিদ্ধান্ত নেয় মা দুর্গার বিসর্জনের সঙ্গে শিমুলেরও বিসর্জন করবে তারা। প্ল্যান মত দশমীর দিন সিঁদুর খেলার পর তারা শিমুলের সরবতে বিষ মেশায়। যা খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে শিমুল।
Kar Kache Koi Moner Katha Zee Bangla
সাম্প্রতিক টেলিকাস্ট পর্বে দেখা গিয়েছে শিমুলের শরীরে বিষ পাওয়ার পর থেকেই বিপাশা সুচরিতা এমনকি মধুবালা দেবীও তার দুই ছেলে পরাগ ও পলাশকে সন্দেহ করতে থাকে। বিপাশা পুলিশের কাছে সন্দেহজনক ব্যক্তি হিসাবে তাদের নাম বলে আসে। পূর্বের সব কথা শুনে সমস্ত সন্দেহ যায় পরাগ ও পলাশের দিকে। শিমুল বুঝতে পারে পরাগ ও পলাশই তাকে মেরে ফেলতে চেয়েছিল।
Kar kache koi Moner Katha latest Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে শিমুলের বয়ানের জন্য পুলিশরা তাদের বাড়িতে এলে শিমুল জানায় যে সে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। তাকে কেউ হত্যা করার চেষ্টা করেনি। যা শুনে চমকে যায় মধুবালা। সে বারবার শিমুলকে সত্যিটা বলতে বললেও শিমুল জানিয়ে দেয় পরাগ ও পলাশ নির্দোষ।
শিমুলের এই আচরনে ঘাবড়ে যায় পরাগ ও পলাশ। তারা প্রতীক্ষার সঙ্গে দেখা করে আলোচনা করতে থাকে সমস্ত বিষয়টা নিয়ে এবং ভাবতে থাকে কেন শিমুল তাদের এত সহজে ছেড়ে দিল। এদিকে শিমুলের এই মহানুভবতার জন্য তার উপর রেগে যায় মধুবালা থেকে শুরু করে তার বান্ধবীরাও। কিন্তু শিমুল জানায় পরাগ ও পলাশকে পুলিশ ধরে নিয়ে গেলে মধুবালা দেবী ওরফে তাদের মা ও দিদি অসহায় হয়ে যেত তাই তাদের কথা ভেবেই সে এই সিদ্ধান্ত নিয়েছে। এরপরই মধুবালা জানিয়ে দেয় সে শিমুলকে সুখী দেখতে চায় এবং চায় সে যেন তার মনের মানুষের সঙ্গে নতুন করে সংসার শুরু করে।
জমজমাট এপিসোড! পুলিশের কাছে গিয়ে পরাগ ও পলাশকেই দোষী সাব্যস্ত করল বিপাশা
মধুবালা জানায় যে সে কিছুতেই চায়না তার ছেলের মত একটা খুনি ছেলের নাম শিমুলের নামের সঙ্গে জড়িয়ে যাক। তাই দরকার পড়লে সে নিজে দাড়িয়ে থেকে শিমুলের বিয়ে দেবে। যা শুনে সেখানে উপস্থিত সকলেই খুব খুশি হয়। তবে কী সত্যিই শিমুলের সঙ্গে শতদ্রুর চার হাত এক করবেন মধুবালা দেবী! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি