Kar kache Koi Moner Katha: গল্পে নয়া মোড়! পুতুলকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল শিমুল!
ইদানিং জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে কার কাছে কই মনের কথা (Kar kache Koi Moner Katha)।

Kar kache koi moner katha: ইদানিং জি বাংলার জী (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে কার কাছে কই মনের কথা (Kar kache Koi Moner Katha)। তথাকথিত গল্পের থেকে একটু ভিন্ন স্বাদের গল্প পরিবেশন করে ইতিমধ্যেই দর্শকের মন জিতেছে এই ধারাবাহিক। সোশ্যাল মিডিয়া থেকে ড্রইং রুম সর্বত্রই এই ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে।
Kar kache koi moner katha zee Bangla
ধারাবাহিকের সম্প্রতি টেলিকাস্ট পর্বে দেখা গিয়েছে, গয়না বন্ধক দিয়ে শাশুড়িকে তীর্থযাত্রায় পাঠিয়েছে শিমুল। শাশুড়িও নিজের সংসার এবং পুতুলের দায়িত্ব শিমুলের হাতে ছেড়ে নিশ্চিন্তে তীর্থযাত্রায় গিয়েছে। এদিকে মধুবালা দেবীর সঙ্গে শিমুলের সম্পর্ক যে ভালো হচ্ছে তা কোনোভাবেই মেনে নিতে পারছে না প্রতীক্ষা। এতদিন শিমুলের অবর্তমানে সে এসেই হাতে হাতে কাজ করে দিত মধুবালার। কিন্তু এখন সেই জায়গা নিয়েছে শিমুল। যা মানতে পারছেনা প্রতীক্ষা। পলাশের সঙ্গে মিলে শিমুলকে বাড়ি থেকে তাড়াতে নোংরা চক্রান্ত করে প্রতীক্ষা। প্রতীক্ষা তার বন্ধু অনুলেখাকে ব্যবহার করে শতদ্রুকে পরাগদের বাড়িতে আনার ব্যবস্থা করে এবং ঠিক করে যখনই শতদ্রু আসবে ঠিক সেই সময়েই শিমুলকে বাড়ি এবং পাড়ার সকলের সামনে নষ্ট মেয়ে বলে প্রতিপন্ন করবে তারা।
সব সীমা পার! শতদ্রুকে দেখেই শিমুলের চুলের মুঠি ধরে মারতে শুরু করল পরাগ, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব
অন্যদিকে দেখা যায় পুতুলকে খাইয়ে দিতে দিতে নিজের কলেজ জীবনের গল্প বলতে শিমুল। সেই প্রসঙ্গে শতদ্রুর নাম এলে সে চুপ করে যায়। এরপরই পুতুল বলে সে জানে বউ কোনোদিন কোনো খারাপ কাজ করবে না। এরপর শিমুল পুতুলদিকে খেয়ে নিতে বললে সে জানায়, তাকে খাইয়ে লাভ কি সে মরে গেলেই তো শিমুল ভালো করে গুছিয়ে সংসার করতে পারবে। এরপরই পুতুল অভিযোগ করে যে কেউ তার বিয়ে দিচ্ছে না বরং তাকে ঘর বন্দী করে রেখে দিচ্ছে। তখনই শিমুল জানায় তার শাশুড়ি তীর্থ করে ফিরলেই পুতুলের জন্য পাত্র দেখা শুরু করবে। এই কথা শুনে আনন্দ পায় পুতুল। তবে কি সত্যিই সকলকে মানিয়ে পুতুলের বিয়ে দেবে শিমুল? কি হবে আগামী পর্বগুলিতে! জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি