বিনোদন দুনিয়া

Kar Kache Koi Moner Katha: বাড়িতে নাচ প্র্যাকটিস করায় স্বামী ও দেওরের হাতে মার খেল শিমুল! সম্প্রচারের আগেই ফাঁস আগামী পর্ব

'কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha)' ধারাবাহিকে চলছে এখন টানটান উত্তেজনা।

Advertisements

Kar Kache Koi Moner Katha: ‘কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha)’ ধারাবাহিকে চলছে এখন টানটান উত্তেজনা। কলকাতার মেয়ে শিমুল মফস্বলে বিয়ে হয়ে আসা থেকেই শুরু হয়েছে নানান সমস্যার সূত্রপাত। তবে শিমুলও ছেড়ে দেওয়ার পাত্রী নয়! নিজের অধিকার পাওয়ার জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছে সে। স্বামী, শাশুড়ি, দেওর সকলের বিপরীতে গিয়ে নিজের অস্তিত্ব বজায়ের লড়াই চালিয়ে যাচ্ছে শিমুল। তবে এবার তার ওপর মারমুখী হয়ে উঠল স্বামী ও দেওর দুজনেই! এই অবস্থায় শিমুল কীভাবে নিজেকে রক্ষা করবে? তাহলে কী আইনের সাহায্য নেবে সে?

Kar Kache Koi Moner Katha- Zee Bangla

Kar Kache Koi Moner Katha:

ধারাবাহিকের নতুন পর্ব অনুযায়ী পাড়ার অনুষ্ঠানে যোগদান করতে চলেছে শিমুল। সেই অনুযায়ী শিমুলের শ্বশুরবাড়িতেই রিহার্সালের আয়োজন করা হয়। এই মহড়াতে বাধা হয়ে দাঁড়ায় শিমুলের শাশুড়ি। তবে একরোখা শিমুলও ছেড়ে দেওয়ার পাত্রী নয়! শাশুড়ির বিপরীতে গিয়ে রিহার্সাল চালিয়ে যায় সে। এরপরে তার স্বামী আসতেই শুরু হয় আরও অশান্তি।

Advertisements

New Episode- 11 August

Kar Kache Koi Moner Katha:

যদিও শেষমেষ শিমুল হার মেনে সবাইকে বাড়ি থেকে চলে যেতে বলে। বন্ধ করে দেয় মহড়া। এখানেই শেষ হয় না, চলতে থাকে শিমুলের প্রতি মানসিক নির্যাতন। বিয়ের প্রথম দিন থেকেই তার ওপর যে পরিমাণে নির্যাতন চলছে, তার প্রতিবাদ করেছে পাড়ার সকল বউয়েরা। তবে এরপরেও শান্তি নেই! নতুন ঘটনাকে সূত্র করে শিমুলের দেওর ও স্বামী রীতিমতো মারমুখী হয়ে ওঠে তার ওপর।

প্রতিবার কুমিরের কান্না! মেরুদন্ডহীন নায়কের কাকুতি মিনতি দেখে বিরক্ত দর্শক

Kar Kache Koi Moner Katha:

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, শিমুলের স্বামী পরাগ রীতিমতো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। অপরদিকে দেওর তার দিকে উঁচু গলায় রীতিমতো তেড়ে আসে! কষ্টে-দুঃখে শিমুল আরও বেশি জোর দেখিয়ে তাদের মারার কথা বলে। সে বলে, সে দেখে নেবে এরপর কী হতে পারে! তাহলে পরবর্তী পর্যায়ে হবে? গল্প কোনদিকে মোড় নেবে জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles