বিনোদন দুনিয়া

Kar Kache Koi Moner Katha: দুর্ধর্ষ এপিসোড! পুতুলের গায়ে হাত তুললে পলাশকে চরম শাস্তি দিল মধুবালা

সমাজের বাস্তব চিত্রকে তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকের মধ্য দিয়ে।

Advertisements

Kar Kache koi Moner Katha: যত দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha)’। সমাজের বাস্তব চিত্রকে তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকের মধ্য দিয়ে। তাই মাত্র কয়েক মাসের মধ্যেই টিআরপি তালিকা থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই ঝড়ো ব্যাটিং চালাচ্ছে এই ধারাবাহিকটি। গল্পের নায়িকা শিমুলের প্রতিবাদী চরিত্র বেশ পছন্দ করেছেন দর্শকবৃন্দ।

Kar Kache Koi Moner Katha Zee Bangla

Kar Kache Koi Moner Katha: দুর্ধর্ষ এপিসোড! পুতুলের গায়ে হাত তুললে পলাশকে চরম শাস্তি দিল মধুবালা

Advertisements

ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে পুলিশের কাছ থেকে কোনরকম সুবিচার না পেয়ে শিমুল তার পাড়ার বান্ধবীদের নিয়ে পৌঁছে গিয়েছে জেলার ডিএম ম্যাডামের কাছে। প্রতিনিয়ত শিমুল তার স্বামীর দ্বারা কীভাবে অত্যাচারিত হয় সেই কথা ডিএম ম্যাডামকে জানিয়ে দেয় শিমুল। ম্যাডাম শিমুলকে আশ্বস্ত করে যে সে পরাগ ও পলাশ দুজনকেই ডেকে পাঠিয়ে ধমক দেবে যাতে স্ত্রীর গায়ে হাত তোলা তার বন্ধ হয়। এদিকে মধুবালা বুঝতে পারে শিমুল পরাগের কোনো বড়ো শাস্তির ব্যবস্থা করতেই গেছে। বাড়িতে কেউই বুঝতে পারেনা যে শিমুল কোথায় যেতে পারে! তবে পরাগ জানিয়ে দেয় সে পুলিশকে যেভাবে সামলে নিয়েছে সেইভাবে সে সকলকে সামলে নেবে এবং শিমুলের মতো মেয়ের সঙ্গে সে সংসার করবে না।

Kar kache Koi Moner Katha New Episode

Kar Kache Koi Moner Katha: দুর্ধর্ষ এপিসোড! পুতুলের গায়ে হাত তুললে পলাশকে চরম শাস্তি দিল মধুবালা

Advertisements

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে ডি এম ম্যাডাম শিমুলকে জানায় স্বামীর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে সে যখন এতদূর এগিয়ে এসেছে তখন কোনো সিদ্ধান্তে পিছুপা না হয়। শিমুল জানায় সে পরাগকে ডিভোর্স দিয়ে খরগোশ আদায় করতেই পারতো কিন্তু কোনদিন এসে তাকে শুধরাতে পারত না। শিমুল চায় পড়া কি শুধরে তার সঙ্গেই সুস্থভাবে ঘর-সংসার করতে আর সেই কারণেই সে প্রতিবাদী হয়ে উঠেছে। ডিএম ম্যাডাম শিমুলকে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে পয়সা রোজগার করার একটি প্রস্তাবও দেন যা গ্রহনও করে শিমুল। এরপরই দেখা যায় বাড়িতে ফিরে এসে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে সে।

ঘুরে গেল গল্প! মেঘ পরীক্ষায় ফার্স্ট হতেই আবার তাকে ফিরে পেতে চাইলো নীল, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Kar kache koi moner katha

ঠিক সেই সময়ই ডিএম ম্যাডামের কাছ থেকে পরাগের নামে একটি চিঠি আসে। পরাগ বুঝে উঠতে পারে না ডিএম ম্যাডাম তাকে কেন দেখা করতে বলেছে! পলাশ জানায় হয়তো শিমুলই তার নামে গিয়ে নালিশ করে এসেছে। মধুবালা শিমুলের উপর রেগে গিয়ে বলে সে তাদের সংসারটা যখন জোড়া লাগানোর চেষ্টা করছে তখন সে কেন এমন করছে! শিমুল জানিয়ে দেয় কোনো মূল্যেই সে অত্যাচারিত হবেনা। এর শেষ দেখে ছাড়বে সে। পুতুল শিমুলের পক্ষ নিয়ে কথা বললে পলাশ তার গায়ে হাত তোলে। যা দেখে রেগে যায় মধুবালা। পরাগও পুতুলকে বেশি বাড়াবাড়ি করতে বারন করে সঙ্গে শিমুলকে জানিয়ে দেয় তার মতো মেয়ের সঙ্গে সে কোনো মতেই থাকবে না। শিমুল তাকে আগে ডিএম ম্যাডামের সঙ্গে দেখা করে আসতে বলে। তবে কি এইবার কঠিন শাস্তির মুখোমুখি হবে পরাগ ও পলাশ? নিজেদের শুধরে নেবে কি তারা? নাকি একই রকম থেকে যাবে! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles