বিনোদন দুনিয়াভিডিও

Kar Kache koi Moner Katha: ধামাকাদার প্রোমো! পরাগের বিরুদ্ধে গিয়ে শিমুলের সঙ্গে নাচে শামিল হলেন মধুবালা দেবী

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিকগুলির মধ্যে 'কার কাছে কই মনের কথা (Kar kache koi Moner Katha)' জনপ্রিয়তা তুঙ্গে।

Advertisements

Kar Kache Koi Moner Katha: বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিকগুলির মধ্যে ‘কার কাছে কই মনের কথা (Kar kache koi Moner Katha)’ জনপ্রিয়তা তুঙ্গে। দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে এই ধারাবাহিকটি। নিত্য দর্শকরা সকলেই জানেন বিয়ের পর থেকেই গল্পের নায়িকা শিমুলের বিপক্ষে ছিল তার শ্বশুরবাড়ির সকলে। কিন্তু সময় যত এগোচ্ছে ততই শিমুলের পরম বন্ধু হয়ে উঠেছে তার শাশুড়ি মধুবালা দেবী।

Kar kache koi Moner Katha Zee Bangla

Kar kache koi moner katha

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে ডিএম ম্যাডামের কথায় নিজের জীবনে স্বাবলম্বী হওয়ার জন্য নিজের গুনকেই বেছে নেয় শিমুল। দিয়েন ম্যাডাম একটি অনুষ্ঠানের দায়ভার অর্পণ করে শিমুল এবং তার বান্ধবীদের উপর। সেই অনুষ্ঠানে গান ও নাচ করে শিমুল ও তার বান্ধবীরা। যদিও শিমুল যাতে কোনোভাবেই যেতে না পারে তার জন্য সব ব্যবস্থা করে পরাগ ও পলাশ। এরপরই দেখা যায় শিমুলের উপর রাগ থেকে নিজের মা ও বোনের সঙ্গে অসভ্য আচরণ করে পরাগ। এমনকি শিমুলকে বাড়ি থেকে বের করে দিতে চায় সে। মধুবালা দেবীও তার দুই ছেলেকে জানিয়ে দেয় বাড়িতে থাকতে হলে তাদের দুজনকেই কিছু নিয়ম মানতে হবে এবং তারা দুজন মিলে বাড়ির মেয়েদের দমিয়ে রাখতে পারবে না। নিজের রাগ সামলাতে না পেরে পরাগ লাঠি নিয়ে শিমুলের দিকে তেড়ে যায়। কিন্তু মধুবালা দেবী ঢাল হয়ে দাঁড়ায় শিমুলের সামনে। এরপরই দেখা যায় পরাগের আনা লাঠি দিয়ে পরাগকে পেটাতে থাকে সে। তিনি জানিয়ে দেনশিমুলের গায়ে একটাও আঁচর লাগলে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না। মায়ের এমন রুদ্র মূর্তি দেখে ভয় পেয়ে যায় পরাগ আর পলাশ।

জমজমাট এপিসোড! নদীতে ফেলে দেওয়ার আগেই গিনিকে প্রাণে বাঁচালো মেঘ 

Kar kache koi moner katha New Promo 

Advertisements

Kar Kache koi Moner Katha: ধামাকাদার প্রোমো! পরাগের বিরুদ্ধে গিয়ে শিমুলের সঙ্গে নাচে শামিল হলেন মধুবালা দেবী

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে দুর্গাপুজোয় পাড়ার বান্ধবীদের সঙ্গে পুজো মন্ডপে ধুনুচি নাচ করছে শিমুল। হঠাৎ সেখানে পরাগ এসে তাকে আটকায় এবং বলে তুমি এখন পাড়ায় সকলের সামনে কোমর দুলিয়ে নাচ করবে! শিমুল তাকে বলে এটা তাদের নিজেদের পুজো আর তারা যা খুশি করতে পারে তখনই সকলের সামনে শিমুলের গায়ে হাত তুলতে যায় পরাগ। সেই মুহূর্তে মধুবালা এসে হাজির হয়ে পরাগের হাত ধরে নেয়। পরাগ মধুবালার কাছে প্রশ্ন করে যে সে কেন এইসব মেনে নিচ্ছে? মধুবালা জানিয়ে দেয় সে এই পুজোর প্রেসিডেন্ট তাই এসব কিছু সে মেনে নেবে। তারপরই দেখা যায় শিমুলের সঙ্গে ধুনুচি নাচে যোগ দেয় মধুবালা দেবী।

এই প্রোমো সামনে আসতেই আনন্দে উচ্ছসিত হয়েছেন দর্শকবৃন্দ। তবে কি এইবার মায়ের শাসনেই শুধরে যাবে পরাগ! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles