Kar kache koi moner katha: শাশুড়ি হো তো অ্যাইসি! ছেলেদের বিরুদ্ধে গিয়ে শিমুলের পাশে দাঁড়ালো মধুবালা, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
এখন গল্প মোড় নিয়েছে অন্যদিকে। শিমুল ধীরে ধীরে ভালোবাসা দিয়ে নিজের শাশুড়ির মনে জায়গা করে নিয়েছে।

Kar kache koi moner katha: বর্তমানে জি বাংলার (Zee Bangla) মেগা কার কাছে কই মনের কথা (Kar kache koi moner katha) বেশ জমজমাট হয়ে উঠেছে। প্রতিটি পর্বেই থাকছে নতুন চমক। গল্পের নায়িকা শিমুলের প্রতিবাদী চরিত্র মন কেড়েছে দর্শকদের। তবে এখন গল্প মোড় নিয়েছে অন্যদিকে। শিমুল ধীরে ধীরে ভালোবাসা দিয়ে নিজের শাশুড়ির মনে জায়গা করে নিয়েছে।
Kar kache koi moner katha zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, শিমুলের প্রতি বেশ নরম হয়েছেন মধুবালা দেবী। আগে শিমুলের প্রতি তিনি সবসময় রেগে থাকলেও ইদানিং শিমুল শাশুড়ির বেশ প্রিয় হয়ে উঠেছে। শতদ্রুকে নিয়ে পরাগ ও পলাশ শিমুলকে নোংরা মন্তব্য করলেও মধুবালা দেবী শিমুলের পক্ষেই ছিলেন। এমনকি শিমুল যে ভালো মেয়ে এই কথা শিমুলের কাছে স্বীকারও করেছে সে। মধুবালা দেবীর সঙ্গে হওয়া অত্যাচারের কথাও শিমুলকে জানিয়ে সে বলে সব কিছুর পরেও নিজের অধিকার যেন সে না ছাড়ে। এরই মাঝে শিমুল তার শাশুড়িকে জানিয়ে দেয় যে সে শতদ্রুর বোনের বিয়েতে যাবে।
Kar kache koi moner katha New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে শিমুল শতদ্রুর বোনের বিয়েতে যাবে শুনে বেজায় চটে পরাগ। সে পলাশকে জানায় আজ শিমুল গেলে সে তাকে বাড়ি থেকে বের করে দেবে সে। এরপরই শিমুল পুতুলকে নিয়ে যেতে গেলে মায়ের সঙ্গে অশান্তি শুরু করে পরাগ। সে বলে তার মায়ের জন্যই শিমুল প্রশ্রয় পাচ্ছে। কিন্তু তার মা জানায় সে এই ব্যাপারে কোনো মন্তব্য করবে না। এরপর পুতুলের গায়ে হাত তুললে মধুবালা দেবী তাদের সতর্ক করেন যদি পরাগ ও পলাশের কেউ পুতুলের গায়ে হাত তোলে তবে খারাপ হবে।
‘বাজে ছেলে একটা’! গিনির মুখে সবটা শুনে রূপের ওপর রেগে লাল নীলের মা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
এরপরই শিমুলের আঁচল ধরে তাকে আটকে পলাশকে লাঠি আনতে বললে গর্জে ওঠে শিমুল। সে পরাগকে জিজ্ঞেস করে তার চাকরি হারানোর ভয় চলে গেছে কিনা। এইবার চুপ করে থাকে না মধুবালাও। সে পরাগকে বলে এই বাড়িতে যেন এইসব না হয়। তিনি আরও বলেন বউয়ের গায়ে পরাগ হাত তুললে এইবার সে আর চুপ করে থাকবে না। এর পরিণতি খারাপ হবে। মধুবালার এমন হুমকিতে চুপ করে যায় পরাগ ও পলাশ। তবে কি এইবার আসতে আসতে শিমুলের বন্ধু হয়ে উঠবে তার শাশুড়ি? জীবনের সব পরিস্থিতিতে শিমুল কি পাশে পাবে মধুবালা দেবীকে? কোন দিকে মোড় নেবে গল্প জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি