বিনোদন দুনিয়া

Kar Kache Koi Moner Katha: ‘চুপ কর দাদা’! শিমুলের নামে বাজে কথা বলতেই পরাগকে উচিত জবাব দিল তুতুল, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব

যত সময় এগোচ্ছে ততই দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক।

Advertisements

Kar kache koi moner katha: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা (Kar kache koi moner katha)। বর্তমানে গল্পের মোড় ঘুরেছে অন্য দিকে। যত সময় এগোচ্ছে ততই দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক। নিত্য দর্শকরা সকলেই জানেন শিমুলের দর্জাল শাশুড়ি এখন তার বন্ধু হয়ে উঠেছে।

Kar kache Koi Moner katha zee Bangla

Kar Kache moner katha

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট করা পর্বে দেখা গিয়েছে পরাগ ও পলাশের বারণ সত্ত্বেও পুতুলকে নিয়ে শতদ্রুর বোনের বিয়েতে পৌঁছায় শিমুল। তার পাশে থাকে মধুবালা দেবী।সেখানে গিয়ে অন্যান্য বন্ধুসহ শতদ্রুর সঙ্গে তার কথা হয়। সেই সময়ই শতদ্রু তাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলে পরাগকে ডিভোর্স দিয়ে তার সঙ্গে আবার নতুন করে জীবন শুরু করতে। শতদ্রু জানায় সে আজও শিমুলকে ভালোবাসে তাই সে ফিরে আসতে চাইলে সে স্বাচ্ছন্দ্যে তার দায়িত্ব নেবে।

তবে শিমুল জানায় সে কোনোভাবেই এই কাজ করতে পারবে না। শতদ্রু বলে তার শশুরবাড়ির লোক কোনোদিনই তাদের স্বভাব পরিবর্তন করতে পারবেনা। আর শিমুলও কোনোদিন শান্তি পাবেনা। তাই সে যেন তার কাছে ফিরে আসে। কিন্তু শিমুল তার কথা অগ্রাহ্য করে বলে সে নিজের ভাগ্যকে মেনে নিয়েছে নতুন করে কোনো আশার আলো সে আর দেখতে চায় না।

Advertisements

মহা বিপদ! মাঝ রাস্তায় শিমুল ও পুতুল পড়ল বড় সংকটে, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব

Kar Kache koi moner katha

শতদ্রু শিমুলকে বারবার বিয়ের ব্যাপারে জোর করতে থাকে এবং বলে শিমুল প্রথম না যার ডিভোর্স হচ্ছে। কোনো কথাতেই শিমুলের সিদ্ধান্তের বদল ঘটে না। শতদ্রু জানায় তার মতের পরিবর্তন হলে সে যেন জানায়। এদিকে কথা বলতে বলতে অনেকটাই রাত হয়ে যায়। রাত হয়ে গেছে বলে শতদ্রুর বাড়ি থেকে না খেয়েই বেরিয়ে আসে শিমুল। এদিকে রাত বাড়লেও শিমুল ও পুতুল না ফেরায় পরাগ দোষারোপ করতে থাকে মধুবালাকে। সে জানায় তার প্রশ্রয়েই শিমুল এত বার বেড়েছে। এদিকে কাকিমাও বলে ফোনটা না ধরা শিমুলের অন্যায়।

সেইসময় পলাশ আবারও শিমুলের নামে নোংরা মন্তব্য করতে থাকে এবং পরাগ জানায় সে শিমুলের মতো নোংরা মেয়েকে ডিভোর্স দেবে।এই সময়ই গর্জে ওঠে তুতুল। সে বলে না জেনে কারোর নামে বদনাম করা উচিত না।সেখানে তো আরো বন্ধু আছে হতে পারে গল্প করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। পরাগ তুতুলের উপর রেগে গিয়ে বলে বড়দের ব্যাপারে কথা না বলতে কিন্তু তুতুল জানায় কথা বলার মত কথা হলে বলতে হবে বৈকি। এদিকে মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় শিমুলদের। এইবার কি করবে শিমুল? বাড়ি ফিরে কাউকে কি পাশে পাবে সে? নাকি আবারও অত্যাচারিত হতে হবে তাকে! জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles