Kar Kache Koi Moner Katha: জোর করে শারীরিক সম্পর্কের চেষ্টা! পরাগের দ্বারা আবারও পাশবিক অত্যাচারের শিকার শিমুল, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
প্রথম দিন থেকেই গল্পে যেভাবে গার্হস্থ্য হিংসার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছিল তাতে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই ধারাবাহিকটিকে।

Kar Kache Koi Moner Katha: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিকগুলির মধ্যে কার কাছে কই মনের কথা (Kar kache Koi Moner Katha) অন্যতম। এই গল্পের নায়িকা শিমুলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মানালি দে এবং নায়কের চরিত্রে অভিনয় করছেন দ্রোণ মুখোপাধ্যায়। প্রথম দিন থেকেই গল্পে যেভাবে গার্হস্থ্য হিংসার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছিল তাতে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই ধারাবাহিকটিকে। বর্তমানেও এই ধারাবাহিক নিয়ে চর্চার অন্ত নেই। তবে আপাতত গল্প মোড় নিয়েছে অন্য দিকে। বিগত বেশ কিছুদিনের টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে শিমুলের দরজাল শাশুড়ি ধীরে ধীরে তার পরম বন্ধু হয়ে উঠছে। তার সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত পাওয়া গিয়েছে ধারাবাহিকের শেষ পর্বে।
Kar Kache Koi Moner Katha Zee Bangla
শেষ পর্বে দেখা গিয়েছে বাড়ির ছাদে শিমুল ও তার বান্ধবীদের সঙ্গে ঘুড়ি ওড়ানোয় মেতে উঠেছেন মধুবালা। মধুবালার এত সুন্দর ঘুড়ি ওড়ানো দেখে তাকে জড়িয়ে ধরে শিমুল বলে ‘তুমি এত ভালো ঘুড়ি ওড়াতে পারো মা’! এরপরই শিমুল বলে তুমি করে বললাম বলে রাগ করলে না তো। মধুবালা জানিয়ে দেয় এইবার থেকে শিমুল যেন তাকে তুমি করেই বলে। শাশুড়ি বৌমার এই মিষ্টি সম্পর্ক দেখে খুশি হয় সে মনের বান্ধবীরা। তারা বুঝতে পারে শিমুলের ছোঁয়ায় আস্তে আস্তে বদলে যাচ্ছে মধুবালা। এরপরই দেখা যায় সন্ধ্যেবেলা শিমুল পুতুলকে চুল বেঁধে দিতে থাকলে ঘরে এসে মধুবালা জানায় মান অভিমান মিটিয়ে পরাগের ঘরে ফিরে যেতে। শিমুল জানায় সে প্রতিদিন রাতে পাশবিক নির্যাতনের শিকার হয়। শিমুলের কথায় অস্বস্তি বোধ করার পরেও মধুবালা জানায় পরা তার স্বামী তাই একটু মানিয়ে গুছিয়ে যেন তার সঙ্গে সে থেকে যায় এবং এও বলে যে শিমুলই পারবে তার ছেলেকে শুধরে দিতে। মধুবালার কথা রাখতে শেষবারের মতো পরাগকে ঠিক করবে বলে সিদ্ধান্ত নেয় শিমুল।
Kar Kache Koi Moner Katha New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে শিমুল পরাগের ঘরে যেতেই তার সঙ্গে অসভ্য আচরণ শুরু করে সে। শিমুল পরাগকে বলে ‘এই তুমি শিক্ষক, এই তুমি তোমার স্কুলের ছাত্রদের শিক্ষা দাও, এই তোমার শিক্ষা! পরাগ শিমুলের কথায় কোনো রকম পাত্তা না দিয়ে তাকে বিছানায় যেতে বলে। এরপর শিমুলকে ধাক্কা মারলে খাটের কোনায় লেগে মাথা কেটে যায় শিমুলের। পরাগের এই অসভ্য আচরণের পর কি সিদ্ধান্ত নেবে শিমুল? সে কি মধুবালার কথামতো পরাগকে শুধরানোর চেষ্টা করবে নাকি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে এই নরক যন্ত্রণা ছেড়ে বেরিয়ে আসবে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি