বিনোদন দুনিয়া

Kar kache Koi Moner Katha: আর সহ্য নয়, পরাগকে শিক্ষা দিতে শতদ্রুর বোনের বিয়েতে রওনা দিল শিমুল ও পুতুল, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব 

গল্পের প্রতি পর্বে থাকছে একের পর এক নিত্য নতুন টুইস্ট।

Advertisements

Kar kache Koi Moner Katha: যত দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে জি বাংলার মেগা কার কাছে কই মনের কথা। আপাতত গল্প যেদিকে মোড় নিয়েছে তাতে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শক। গল্পের প্রতি পর্বে থাকছে একের পর এক নিত্য নতুন টুইস্ট। ধারাবাহিকের শুরুর দিকে শিমুল মধুবালা দেবী ওরফে তার শাশুড়ির চক্ষুশূল হলেও এখন তার মনে বেশ জায়গা করে নিয়েছে সে।

Kar kache Koi Moner Katha Zee Bangla

Kar Kache Koi Moner Katha

Advertisements

সাম্প্রতিক টেলিকাস্ট করা পর্বে দেখা গিয়েছে মধুবালা শিমুলকে কাছে টেনে নিয়েছে। শিমুলের নামে সকলে নোংরা অভিযোগ করলেও মধুবালা কিন্তু তাকে ভুল বোঝেনি। বরং সে শিমুলকে জানিয়েছে যে সে জানে শিমুল ভালো মেয়ে সবার সামনে বলতে না পারলেও এই কথা সে মনে মনে বিশ্বাস করে। এমনকি পুতুলকে এত ভালো করে দেখভাল করার জন্য সে শিমুলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে। এছাড়া নিজের বৈবাহিক সম্পর্কের কথা জানিয়ে মধুবালা দেবী বলেন সংসারে থাকলে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। অন্যান্য আরো নানা বিষয় তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে।

 ‘তুমি খুব ভালো মেয়ে বৌমা’, শিমুলকে আপন করে বুকে টেনে নিল তার শাশুড়ি, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব

Kar Kache Koi Moner Katha New Episode

Kar Kache moner katha

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে শতদ্রুর বোনের বিয়েতে যাওয়ার জন্য তৈরি হয়েছে পুতুল ও শিমুল। পুতুলকে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িও বুক করেছে সে। এদিকে শিমুল মনে মনে ভাবে আজ পরাগ ঠিক থাকলে একসঙ্গে আনন্দ করে তারা যেতে পারতো। কিন্তু সেই সৌভাগ্য শিমুলের নেই। পুতুল পরাগের রাগারাগি করার কথা জানালে শিমুল জানিয়ে দেয় সে জেলখানার বন্দী জীবন কাটাতে পারবেনা। এরপরই তারা রওনা দেয় বিয়েবাড়ির উদ্দেশ্যে। তবে আবার নতুন করে কি ঝড় অপেক্ষা করছে শিমুলের জন্য! কোন দিকে মোড় নেবে গল্প! জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles