বিনোদন দুনিয়াUncategorized

Kar kache Koi Moner Katha: উচিত শিক্ষা! হেডস্যারকে শিমুলের বিরুদ্ধে সালিশি করতে ডেকে নিজেই বেকায়দায় পড়লো পরাগ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব 

পরকীয়া বা ত্রিকোণ প্রেম নয় বরং সমাজের বাস্তব প্রেক্ষাপটকে ভিত্তি করেই এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প।

Advertisements

Kar kache Koi Moner Katha: বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া নবাগত ধারাবাহিকগুলির মধ্যে কার কাছে কই মনের কথা (Kar kache Koi Moner Katha) অন্যতম। কয়েক মাসের মধ্যেই দর্শকমহলে জনপ্রিয়তার শিখরে পৌঁচেছে এই ধারাবাহিক। পরকীয়া বা ত্রিকোণ প্রেম নয় বরং সমাজের বাস্তব প্রেক্ষাপটকে ভিত্তি করেই এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প। গল্পের নায়িকা শিমুল প্রথম থেকেই দর্শকের প্রিয় হয়ে ওঠেছে।

Kar kache koi moner katha zee Bangla

Kar Kache Koi Moner Katha

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, পলাশ ও প্রতীক্ষা প্ল্যান করে শতদ্রুকে শিমুলের শ্বশুড়বাড়িতে পাঠায়। শিমুল তাকে আপ্যায়ন করে মিষ্টি খাইয়ে দিতে গেলে আড়াল থেকে সেই ছবি তুলে রাখে পলাশ। এরপরই বাড়িতে আসে পরাগ এবং নতুন নাটক শুরু হয়। সবাই মিলে শিমুলকে চরিত্রহীনার তকমা দিতে থাকে এমনকি পরাগ শতদ্রুর সামনেই তাকে চুলের মুঠি ধরে মারে। এর পরের দিনই তীর্থ সেরে বাড়ি ফেরে মধুবালা। মধুবালা ফিরতেই শিমুলের বিরুদ্ধে বিচারসভা বসায় পরাগ ও পলাশ। এমনকি পাড়ার বউদেরও হাজির করে সেখানে।

Kar kache koi moner katha New Episode

Kar Kache Koi Moner Katha

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে পলাশ ও পরাগ আবারও নোংরা মন্তব্য করতে থাকে শিমুলের বিরুদ্ধে। পুতুল আবারও বলতে থাকে শিমুলের কোনো দোষ নেই বরং সেই বলেছিল ছেলেটাকে জল মিষ্টি খাওয়াতে। তার কথা মধুবালা বিশেষ গ্রাহ্য না করলেও শিমুলও একই কথা বলতে থাকে। পরাগ জানায় সে শিমুলের সঙ্গে ঘর সংসার করতে পারবে না। এরই মধ্যে পরাগের বাড়িতে উপস্থিত হয় তার স্কুলের হেডস্যার। তাকে সমস্তটা খুলে বলে পরাগ এবং পলাশের তোলা ছবিটাও দেখায়। হেডস্যার শিমুলের থেকে জানতে চাইলে শিমুলও ঘটনার বিবরণ দেয়। কিন্তু হেডস্যারকে ডেকেও আখেরে কোনো লাভ পরাগ বা পলাশের হয়না।

গল্পে নতুন টুইস্ট! চয়ন-রুচিরার ক্ষতি করতে গিয়েই পর্ণার কাছে জব্দ ঈশা, ফাঁস ধারাবাহিকের আসন্ন পর্ব 

Kar kache Koi Moner Katha: উচিত শিক্ষা! হেডস্যারকে শিমুলের বিরুদ্ধে সালিশি করতে ডেকে নিজেই বেকায়দায় পড়লো পরাগ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব 

হেডস্যার জানান, পরাগের মানসিকতা দেখে তিনি লজ্জিত বোধ করছেন। তিনি আরো বলেন, একটা ছবি দেখিয়ে কোনো মেয়ের চরিত্রে দাগ লাগানো যায়না। স্ত্রীর প্রতি সম্মান ও বিশ্বাস আনতে শেখ। আর সেই সঙ্গে পরাগকে শেষবারের মতো সাবধান করে দিয়ে হেডস্যার বলেন ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে সে পরাগের নামে রিপোর্ট করতে বাধ্য হবে আর তারপর সে খুব সহজে কোথাও চাকরি পাবেনা। তবে কি এইবার চাকরি খোয়ানোর ভয়ে শিমুলের সঙ্গে ভদ্র ব্যবহার করবে পরাগ! মধুবালা কি বুঝবে শিমুলকে? নাকি ছেলেদের মত সেও দাগ লাগবে শিমুলের চরিত্রে! আগামী দিনে কি অপেক্ষা করছে শিমুলের জন্য জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles