বিনোদন দুনিয়া

Kar Kache koi Moner Katha: ধামাকাদার এপিসোড! পরাগের অত্যাচার সহ্য করতে না পেরে শতদ্রুর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল শিমুল

টিআরপি তালিকা হোক বা সোশ্যাল মিডিয়া সর্বত্র এই ধারাবাহিকের ক্রেজ লক্ষণীয়।

Advertisements

Kar Kache koi Moner Katha: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা (Kar kache Koi Moner Katha)’ ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। টিআরপি তালিকা হোক বা সোশ্যাল মিডিয়া সর্বত্র এই ধারাবাহিকের ক্রেজ লক্ষণীয়। প্রথমে এই ধারাবাহিক কিছু সমালোচনার সম্মুখীন হলেও ইদানিং সেসব অতীত। গল্পের নায়িকা শিমুলের প্রতিবাদী চরিত্র মন জয় করে নিয়েছে দর্শকদের।

Kar Kache koi Moner Katha Zee Bangla

Kar Kache koi Moner Katha: ধামাকাদার এপিসোড! পরাগের অত্যাচার সহ্য করতে না পেরে শতদ্রুর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল শিমুল

Advertisements

নিত্য দর্শকরা সকলেই জানেন পরাগের অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছে শিমুল। পরাগকে ধমকে উচিত শিক্ষা দিতে চেয়েছে সে। ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে পরাগকে ধমক দিতে শিমুলের কথা মত তার শশুর বাড়িতে পৌঁছে যায় পুলিশ অফিসার। সেখানে গিয়ে পরাগকে অফিসার জানিয়ে দেয় সে যদি তার স্ত্রীর সঙ্গে ভদ্র ব্যবহার না করে তবে পরাগের বিরুদ্ধে অন্য পদক্ষেপ নিতে বাধ্য হবেন তারা। পুলিশের কাছে পরাগ স্বীকার করে সে শিমুলের গায়ে হাত তুলেছিল ঠিকই তবে তা শতদ্রুর কারণে। পরাগ অফিসারকে জানায় শতদ্রুর সঙ্গে শিমুলের সম্পর্ক আছে আর সেই কারনেই রাগে সে শিমুলের গায়ে হাত তুলেছিল। শিমুল জানায় পরাগের এই কথা অযৌক্তিক।

Kar kache Koi Moner Katha New Episode

Kar Kache koi Moner Katha: ধামাকাদার এপিসোড! পরাগের অত্যাচার সহ্য করতে না পেরে শতদ্রুর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল শিমুল

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে অফিসার শিমুলকে জানায় তার সম্পর্কের কথা গোপন করে সেও একপ্রকার দোষ করেছে। শিমুল আবারো সকলের সামনে বলে শতদ্রু শুধুই তার বন্ধু। পরাগ ও পলাশ দুজনেই শিমুলের কথাকে উড়িয়ে দেয়। মধুবালা অফিসারকে তাদের দুজনের মধ্যে মিটমাট করে দেওয়ার জন্য অনুরোধ জানায়। সে অফিসারকে বলে শিমুলকে বোঝাতে যাতে সে একটু মানিয়ে গুছিয়ে থাকে। বিপাশা শিমুলের পাশে দাঁড়িয়ে বলে যে দরকার পড়লে সে তাকে কোর্টে নিয়ে যাবে সুবিচারের জন্য। বিপাশার কথায় রেগে গিয়ে মধুবালা বলে তারাই শিমুলের মাথায় এইসব ঢোকাচ্ছে।

দূর্ধর্ষ এপিসোড! অষ্টমঙ্গলায় এসে মীনাক্ষী দেবীকে অপমান করল রূপ 

Kar Kache koi moner katha

এরপরই অফিসার শিমুলকে বলে সে নিজের সমস্যা যদি নিজে মেটাতে না পারে তবে তাকেই সমস্যায় পড়তে হবে। অন্যদিকে সকাল হতে দেখা যায় বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিমুল। মনে মনে সে শতদ্রুর কথাই ভাবছে। এমন সময় পুতুল ও মধুবালা এসে তাকে জিজ্ঞাস করে সে কোথায় যাচ্ছে! কিন্তু কোনো উত্তর দেয়না সে। ইতিমধ্যে সেখানে উপস্থিত হয় পরাগ সেও জানতে চায় যে শিমুল কোথায় যাচ্ছে কারোর কথার উত্তর দেয়না সে। পলাশ পরাগকে বলে হয়তো পূর্ব প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে। পরাগ জানায় সে ডিভোর্স দেবে শিমুলকে। সে শিমুলকে শতদ্রুর কাছে ফিরে যেতে বলে। শিমুল জানায় ফিরে যাওয়ার আগে সে পরাগকে শাস্তি দিয়েই যাবে। তবে কি সত্যিই পরাগকে ছেড়ে শতদ্রুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেবে শিমুল? কোন খাতে বইবে ধারাবাহিকের আগামী পর্ব! জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles