Kar kache Koi Moner Katha: ঘোর বিপদ! শিমুল ও শতদ্রুকে একসঙ্গে পার্কে দেখে চমকে উঠল পলাশ ও প্রতীক্ষা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
ইতিমধ্যে টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল করছে এই ধারাবাহিক।

Kar kache Koi Moner Katha: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় রয়েছে ‘কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha)’। ইতিমধ্যে টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল করছে এই ধারাবাহিক। সঙ্গে দর্শক মনেও পাকাপাকিভাবে নিজের স্থান দখল করেছে এটি। প্রথম থেকেই গার্হস্থ্য হিংসার ছবি ফুটে ওঠায় বারবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে এই ধারাবাহিককে। তবুও বাস্তব সমাজের প্রতিচ্ছবি তুলে ধরায় খুব সহজেই জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক।
Kar kache Koi Moner Katha Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট করা পর্বে দেখা গিয়েছে শিমুলকে তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখে নেয় পরাগ। যদিও সবকিছুই আগে থেকে সাজিয়ে রাখে পলাশ ও প্রতীক্ষা। চরিত্রহীনার তকমা দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ার একজন বাইরের লোকেশন নেই শিমুলের গায়ে হাত পর্যন্ত তোলে। যদিও সেই মুহূর্তেই শিমুল এই ঘটনা তীব্র প্রতিবাদ জানায় এরপরই মধুবালা বাড়ি ফেরার পরে শিমুলের বিরুদ্ধে তারা সকলকে দেখে বিচার সভা বসায় পরাগ ও পলাশ।
এমনকি নিজের স্কুলেরে হেডস্যারকেও পারিবারিক ঝামেলার মধ্যে টেনে আনে পরাগ। এদিকে মধুবালা শিমুলকে ভুল বুঝলেও পুতুল বারবার বলতে থাকে তার কোনো দোষ নেই বরং সেই শিমুলকে বলেছিল শতদ্রুকে মিষ্টি খাওয়াতে। এরপরই হেডস্যার পরাগের মানসিকতার তীব্র নিন্দা করে জানায় ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে পরাগের বিরুদ্ধে সে রিপোর্ট জানাতে বাধ্য হবে যাতে ভবিষ্যতে সে আর কোনো জায়গায় চাকরি না পায়। এই কথায় বেশ ভয় পায় পলাশ।
Kar Kache Koi Moner Katha New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব, যেখানে দেখা যাবে নিজের বিয়ের শাড়ি পছন্দ করতে শিমুলকে দেখা করতে বলে শতদ্রু। শিমুল অশান্তির ভয়ে প্রথমে না বললেও তারপর সে জানায় বিপাশাদিকে সঙ্গে নিয়ে সে যাবে। এরপর একটি পার্কে দেখা করে একসঙ্গে আইস্ক্রিম খেতে থাকে তারা। দুর্ভাগ্যবশত সেই সময়ই সেই পার্কে উপস্থিত ছিল পলাশ ও প্রতীক্ষা। আড়াল থেকে শতদ্রু ও শিমুলকে একসঙ্গে দেখে ফেলে চমকে ওঠে তারা। এই ঘটনার পর নতুন করে শিমুলের জীবনে কি ঝড় আসতে চলেছে? এইবার কি পরাগ ও মধুবালা দেবী ক্ষমা করবে শিমুলকে! কোন দিকে মন নেবে ধারাবাহিকের গল্প, জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি