বিনোদন দুনিয়াভিডিও

Kar kache Koi Moner Katha: ঘুরে গেল গল্প! শয়তানি ছেড়ে শিমুলের দলে যোগ দিল প্রতীক্ষা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

ইদানিং টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল করছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি।

Advertisements

Kar Kache koi Moner Katha: বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha)’। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এই ধারাবাহিক নিয়ে চর্চা হতে দেখা যায়। গল্পে দেখানো কিছু দৃশ্য নিয়ে মাঝেমধ্যেই নেটিজেনদের বিতর্কের মুখে পড়তে হয়েছে এই ধারাবাহিকটিকে। তবে এখন সেসব অতীত। ইদানিং টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল করছে এই ধারাবাহিক। একের পর এক চমক থাকছে দর্শকদের জন্য।

Kar Kache Koi Moner Katha Zee Bangla

Kar kache koi Moner Katha

Advertisements

ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন গল্পের নায়িকা শিমুল বিয়ে করে শ্বশুড়বাড়ি আসার পর থেকে সকলের দ্বারা শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়েছে। ননদ পুতুলকে ছাড়া কেউই তার পাশে দাঁড়ায়নি। তবে বর্তমানে মধুবালা দেবী ওরফে শিমুলের শাশুড়ি নিজেকে পাল্টে ফেলে শিমুলের বন্ধু হয়ে উঠেছে। সে শিমুলকে বুঝিয়ে পরাগের সঙ্গে সুষ্ঠভাবে সংসার করতে বললেও পরাগ তার অত্যাচার কমায় না। যার কারণে প্রথমে পুলিশ ও পরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হয় শিমুল।

পরাগ ও পলাশের বিরুদ্ধে অভিযোগ করে তাদের শাস্তির ব্যবস্থা করে সে। কিন্তু পরাগ, পলাশ ও তার হবু স্ত্রী প্রতীক্ষা এখনও চেষ্টা চালাচ্ছে প্রতি মুহূর্তে শিমুলকে বিপদে ফেলার। পলাশ ও প্রতীক্ষা যে শতদ্রুকে বাড়িতে এনে শিমুলকে বদনাম করতে চেয়েছিল তা জানতে পেরে যায় শিমুল। এমনকি মধুবালার সামনেই সে প্রতীক্ষার সব কথা বলে দেয়। সম্প্রতি শিমুল প্রতীক্ষার চাকরি খেয়ে নেওয়ার হুমকিও দিয়েছে।

Advertisements

ধামাকাদার এপিসোড! শিমুল অসুস্থ হতেই তাকে ভালোবেসে সুস্থ করার চেষ্টা করছে পরাগ

Kar Kache Koi Moner Katha viral Photo

এরই মাঝে এই ধারাবাহিকের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে শিমুল এবং পাড়ার সকল বান্ধবীদের পাশে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে প্রতীক্ষাও। প্রত্যেকের হাতে রয়েছে প্রদীপ। এই ছবি দেখে অনেকের মনেই আশা জেগেছে হয়তো প্রতীক্ষাও ভালো হয়ে গিয়ে যোগ দেবে শিমুলদের দলে। যদিও এটি ধারাবাহিকের একটি কভার প্রোমো। আদৌ গল্পে প্রতীক্ষা ভালো হয়ে শিমুলের দলে যোগ দেবে কিনা তা জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles