বিনোদন দুনিয়া

Kar Kache Koi Moner Kotha: গাড়ি অ্যাকসিডেন্টে মারা গেল পরাগ! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো কার কাছে কই মনের কথা

Advertisements

Kar Kache Koi Moner Kotha: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha)। পাঁচ বন্ধুর গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। তবে বর্তমানে এই ধারাবাহিকের মূল গল্প দাম্পত্য কলহতেই আটকে গিয়েছে। কলকাতার মেয়ে শিমুল মফস্বলের শ্বশুরবাড়িতে গিয়ে কীভাবে প্রতি মুহূর্তে মানিয়ে নিচ্ছে তাই নিয়েই আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।

Kar Kache Koi Moner Kotha -Zee Bangla

Kar kache koi moner katha

Advertisements

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন, বিয়ের পর থেকে শিমুলের উপর আরোপ করা হয় একের পর এক বাধা নিষেধ। শখের নাচ গানও বন্ধ হয় তার। কিন্তু নিজের শখ কখনোই বিসর্জন দিতে চায়নি শিমুল। এমনকি শ্বশুরবাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে পাড়ার অনুষ্ঠানে নাচ করে সে। যদিও তার বিনিময়ে চরম অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে তাকে। তবে আপাতত শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতে ফিরে এসেছে সে। সিদ্ধান্ত নিয়েছে সে কখনোই আর ফিরে যাবে না ওই জেলখানায়।

Kar Kache Koi Moner Kotha New Promo

Kar kache koi Moner katha

তবে এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নয়া প্রোমো। যেখানে দেখা গিয়েছে, গাড়ির অ্যাকসিডেন্টে মারা গেছে পরাগ। এই খবর পেয়েই ছুটে আসে শিমুল।

মায়ের কথায় শিমুলকে ডিভোর্স দেবে পরাগ!

Kar Kache Koi Moner Kotha: গাড়ি অ্যাকসিডেন্টে মারা গেল পরাগ! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

না ধারাবাহিকের এই প্রোমোটি চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফ্যান পেজগুলির তরফে এমন দাবি তোলা হয়েছে। আসলে প্রথম থেকেই পরাগ চরিত্রটি দর্শক মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় একের পর এক কটাক্ষের শিকার হয়েছেন ধারাবাহিকের নায়ক পরাগ। সকল দর্শকই চাইছেন গল্পে কোনো নতুন নায়কের আবির্ভাব ঘটুক। তবে কী সত্যিই ধারাবাহিক থেকে সরে যাবে পরাগ চরিত্রটি! নতুন কোনো নায়কের আবির্ভাব কী ঘটবে আদৌ , জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles