বিনোদন দুনিয়া

Katrina Kaif : ভারতে এসেই ভাগ্যবদল! ক্যাটরিনার সম্পত্তির পরিমাণ কত জানেন?

খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন তিনি। বহু সুপারস্টারের সঙ্গে বেঁধেছেন জুটি।

Advertisements

Katrina Kaif : 40 বছরের গণ্ডি পেরোলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। তাঁর রুপের জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল। কেবলমাত্র দেশে নয় গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর অগণিত ভক্ত। খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন তিনি। বহু সুপারস্টারের সঙ্গে বেঁধেছেন জুটি। তবে সিনে প্রেমীদের সবচেয়ে বেশি পছন্দ সালমান-ক্যাটরিনা জুটি।

1983 সালে ভিক্টোরিয়া হংকংয়ে জন্মগ্রহণ করেন ক্যাটরিনা (Katrina Kaif)। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। মাত্র 14 বছর বয়সেই জিতে নিয়েছিলেন একটি সৌন্দর্য প্রতিযোগিতা। এর কিছু বছর পরেই ভারতের মাটিতে পা রাখেন তিনি। সেই থেকে শুরু তাঁর ভাগ্য বদল। 2003 সালে ‘ বুমের ‘ ছবির হাত ধরে বলিউড জগতে পা রাখেন তিনি। এই ছবিতে একজন সুপার মডেলের ভূমিকায় দেখা গিয়েছিল ক্যাটরিনাকে।

Advertisements

Katrina Kaif

Katrina Kaif

এরপর ল্যাকমে ফ্যাশন উইকে ফ্যাশন ডিজাইনার রোহিত বহেনের জন্য মডেলিং করেছিলেন ক্যাটরিনা (Katrina Kaif)। এরপর থেকে পেজ থ্রিতে উঠে আসে তাঁর নাম। তবে জনপ্রিয়তা পেলেও সে সময় বলিউড থেকে সেভাবে ছবির প্রস্তাব আসছিল না। যার কারণে তেলেগু সিনেমায় কাজ করতে শুরু করেন। এরপর সালমান খানের হাত ধরে ফের তিনি ফিরে আসেন বলিউডে। শুরু হয় কেরিয়ারের নয়া জার্নি। তারপরের ঘটনা অবশ্য সকলেরই জানা।

Advertisements

কেন সবসময় হাতে পড়ে থাকেন এই ব্রেসলেট? নিজের মুখেই আসল কারণ জানালেন সালমান খান

Katrina Kaif

বর্তমানে অভিনয় জগতের পাশাপাশি সমানতালে তিনি সামলাচ্ছেন সংসার। বলিউড অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ক্যাটরিনা। বর্তমানে অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ 230 কোটি টাকা। সূত্রের খবর, একটি ছবিতে অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নেন 10 থেকে 12 কোটি টাকা। এছাড়াও বিজ্ঞাপনের জন্য তিনি পারিশ্রমিক নেন 7 কোটি টাকা।

Katrina Kaif

মায়া নগরীর ব্রান্ডায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে ক্যাটরিনার। যার দাম 8 কোটি টাকা। এছাড়াও লন্ডনে 10 কোটি টাকা মূল্যের বাংলা রয়েছে। অভিনেত্রীর বাড়ির গ্যারেজে রয়েছে 42 লক্ষ টাকার Audi Q3, 50 লক্ষ টাকার Marsidij ML 350 এবং 80 লক্ষ টাকার Audi Q7 এর মতো বিলাসবহুল গাড়ি।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles