বিনোদন দুনিয়াভাইরালভিডিও

Dadagiri: ‘একসময় ছবি তুলতে ভয় পেতাম’! দাদাগিরির মঞ্চে নিজের জয়ের গল্প শোনালেন অভিনেত্রী কিরন মজুমদার

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি জনপ্রিয় রিয়ালিটি শো হল দাদাগিরি আনলিমিটেড (Dadagiri Unlimited Season 10)।

Advertisements

Actress Kiran Majumder In Dadagiri: বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি জনপ্রিয় রিয়ালিটি শো হল দাদাগিরি আনলিমিটেড (Dadagiri Unlimited Season 10)। বহু বছর ধরে এই শোটির পরিচালনার দায়িত্বে আছেন ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। সম্প্রতি এই শোয়ের দশ নম্বর সিজন শুরু হয়েছে। তারকা থেকে শুরু করে বিভিন্ন প্রান্তের প্রতিভা সম্পন্ন সাধারণ মানুষ সকলেই অংশগ্রহণ করছেন দাদার সঙ্গে দাদাগিরিতে (Dadagiri)। বেশ জমজমাট হয়ে উঠেছে প্রতিটি পর্ব। প্রতি পর্বে থাকছে নিত্য নতুন চমক।

Dadagiri Unlimited Season 10

এই শোতে দাদার জীবনের যেমন বিভিন্ন সিক্রেট ফাঁস হয় তেমনই কথার ছলে প্রতিযোগীদের বিভিন্ন গোপন তথ্য চলে আসে সকেলর সামনে। সম্প্রতি দাদাগিরির মঞ্চে নিজের দাদাগিরি দেখাতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী তথা মডেল কিরন মজুমদার (Kiran Majumder)। সেই পর্বের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে অভিনেত্রীকে তার জীবনের অজানা কাহিনী শোনাতে দেখা গিয়েছে। তাঁর কথায় অভিভূত হয়েছেন স্বয়ং দাদা ওরফে সৌরভ গাঙ্গুলী।

Advertisements

Actress Kiran Majumder In Dadagiri

Actress Kiran Majumder Shares Her Transformation Story In Dadagiri

 

Advertisements

অভিনেত্রী কিরন মজুমদারকে চেনেন না এমন মানুষ বোধহয় খুব কম। শহরের জনপ্রিয় সোনার দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় তাঁর হোর্ডিং চোখে পড়ে শহরের আনাচেকানাচে। এছাড়াও এসভিএফের তরফে পোস্ট করা শর্টসগুলির জনপ্রিয় অভিনেত্রী তিনি। নিজের রূপের সৌন্দর্যে অনেকেরই ক্রাশ হয়ে উঠেছেন তিনি। কিন্তু একটা সময় তিনি নিজে নিজেকে তার চেহারার জন্য অপছন্দ করতেন শুধু তাই নয় আয়নার সামনেও দাঁড়াতেন না তিনি। 

তিনি আরো বলেন, আমার ছোটবেলার কোনও ছবি নেই। যে মেয়েটা একটা সময় নিজেকে স্কুলের ম্যাগাজিনে দেখতে পারত না আজ সারা শহরে তাঁর হোর্ডিং। নিজেরই এটা কেমন যেন লাগে। কথা শেষ করেই আবেগঘন হয়ে পড়ে তিনি বলেন, ‘আমার এখনও এটা বিশ্বাস হয় না।’ তাঁর কথা শুনে সৌরভ বলেন তিনিও তাঁর বেহালার বাড়ির সামনে কিরণের বড় একটা হোর্ডিং দেখেছেন। যা শুনে আনন্দে আত্মহারা হয়ে কিরন জানায়, এটাই তাঁর কাছে সবচেয়ে বড় পাওনা এবং সে যদি নিজেকে এই জায়গায় নিয়ে আসতে পারে তবে সবাই পারবে। তিনি সকলের উদ্দেশ্যে জানান, ‘ ‘ইচ্ছে থাকলে সব সম্ভব শুধু নিজেকে ভালবাসতে হবে।’

‘ওয়ান্ডার কিড’! দাদাগিরির মঞ্চে তিন বছরের শিশুর প্রতিভায় মুগ্ধ নেটপাড়া, রইল ভাইরাল ভিডিও

Netizen’s Reaction

জি বাংলার তরফে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই কিরণের সঙ্গে সহমত হয়েছেন। একজন লিখেছেন, ‘একদম তাই। নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে।’ কেউ কেউ আবার লেখেন, ‘সত্যি ইচ্ছে থাকলে সব কিছু করে দেখানো যায়।’

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles