ফাইনান্স
Kisan Vikas patra Scheme: দিনকয়েক মধ্যেই ৬.৯% হারে সুদে জমানো টাকা হবে দ্বিগুণ, দুর্দান্ত স্কিম নিয়ে হাজির পোষ্ট অফিস
অর্থ সঞ্চয়ের জন্য বরাবরই সাধারণ মানুষ পোস্ট অফিসের (Post office) মতন সংস্থাকে বেছে নেয়, কারণ এই সংস্থায় যেমন নির্ভরযোগ্যতা রয়েছে, ঠিক সেরকম ভাবেই নানান স্কিম বর্তমান।

Advertisements
Kisan Vikas Patra Scheme:
অর্থ সঞ্চয়ের জন্য বরাবরই সাধারণ মানুষ পোষ্ট অফিসের (Post office) মতন সংস্থাকে বেছে নেয় কারণ এই সংস্থায় যেমন নির্ভরযোগ্যতা রয়েছে, ঠিক সেরকম ভাবেই নানান স্কিম বর্তমান। পোস্ট অফিসে এমন অনেক স্কিম রয়েছে, যেখানে স্বল্প ব্যয়ে প্রচুর পরিমাণ সুদ পাওয়া যায়। বর্তমান সময়কালের কথা মাথায় রেখে পোষ্ট অফিস বেশ কিছু স্কিমে সুদের হার বাড়িয়েছে। এর মধ্যে অন্যতম হল, নয়া স্কিম কিষান বিকাশ পত্র যোজনা (Kisan Vikas Patra)।
Advertisements
How to open account in Kisan Vikas Patra scheme
- কমপক্ষে ১০০০ টাকার বিনিময়ে, এই কিষান বিকাশ পত্র সেভিংস স্কিমের (Kisan Vikas Patra savings Scheme) আওতায় অ্যাকাউন্ট খুলতে পারবে গ্রাহকেরা।
- গ্রাহকেরা চাইলে জয়েন্ট বা সিঙ্গেল যে কোন অ্যাকাউন্ট খুলতে পারে।
- জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ তিনজন প্রাপ্তবয়স্ক মানুষ থাকতে পারে।
- যদি কেউ এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খোলার পরেই তা বন্ধ করতে চায়, তাহলে তার জন্য সময় লাগবে ২বছর ৬ মাস।
Interest of Kisan Vikas Patra Scheme
- গত এপ্রিল মাস থেকে পোষ্ট অফিস এই কিষান বিকাশ পত্র সেভিংস স্কিমে সুদের হার বাড়িয়েছে। আগে সুদের হার ছিল ৭.২%। বর্তমানে যেটি হয়েছে ৭.৫%।
- যখন সুদের হার ৭.২% ছিল, সেই সময় ১২০ মাসে গ্রাহকের জমানো টাকা দ্বিগুণ হয়ে যেত। বর্তমান সময়ে সুদের হার বাড়িয়ে দেওয়ায়, এই অর্থ দ্বিগুণ হয়ে যাওয়ার সময় কালও কমে এসেছে। যা গিয়ে পৌঁছেছে ১১৫ মাসে অর্থাৎ ৯ বছর ৭ মাস।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি