Kitchen Remedies: চাল, ডাল, ময়দায় ধরবে না পোকা, কেবল পাত্রে রাখুন এই পাতাটি
চাল বা ডালের পোকার হাত থেকে বাঁচার টোটকা আছে রান্নাঘরের পাত্রেই। যা হলো তেজপাতা।

Kitchen Remedies: সময়ের অভাবে আজকাল প্রায় সকলেই রান্নার নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল মাসের প্রথমেই কিনে স্টোর করে রাখেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই চাল ডালে পোকা ধরে যায়। যা নিয়ে চিন্তিত হয়ে পড়েন গৃহিণীরা। তবে এই পোকার হাত থেকে বাঁচার টোটকা আছে রান্নাঘরের পাত্রেই। যা হলো তেজপাতা। আজকের প্রতিবেদনে জেনে নিন চাল, ডাল বা ময়দার পাত্রে কীভাবে ব্যবহার করবেন তেজপাতা।
Kitchen Remedies:
How To Use Bay Leafs?
চাল, ডালের পাত্রে ২ টি তেজপাতা রেখে দিতে হবে। তেজপাতার গন্ধ পোকা সহ্য করতে পারেনা। যার কারণে চাল বা ডালের পাত্রে পোকা আসবে না।
ময়দার পাত্রে একটি কাপড়ে তেজপাতা ও লবঙ্গ বেঁধে রেখে দিলে পোকামাকড়ের উপদ্রব দূর হবে।
তেজপাতার সঙ্গে পেঁয়াজের খোসা জানিয়ে রান্নাঘরের গেটের সামনে রেখে দিলে খাদ্যদ্রব্যের পাশাপাশি রান্নাঘরেও পোকামাকড়ের উপদ্রব কমবে।
নিমিষে গায়েব হবে কড়াইয়ে পোড়া দাগ, শুধু এই ছোট্ট কাজটি করুন
এছাড়া তেজপাতার আরও কিছু উপকারিতা আছে। গাছকে পিঁপড়ের হাত থেকে রক্ষা করতে গাছের টবে তেজপাতা রাখা যেতে পারে। এতে গাছে পিঁপড়ের উপদ্রব কম হয়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি