লাইফস্টাইল

Kitchen Tips: নিমিষে গায়েব হবে কড়াইয়ে পোড়া দাগ, শুধু এই ছোট্ট কাজটি করুন

Advertisement
Advertisements

Kitchen Tips : রসিয়ে-কষিয়ে রান্না করতে করতে খেয়ালই থাকে না, কখন বাসনের নিচে পোড়া লেগে গেছে। সব কাজ শেষ করে এই পোড়া দাগ দূর করতে, রীতিমতো হিমশিম অবস্থা হয়ে যায়। কখনো কখনো তো আবার এই দাগ তোলাও যায় না যার কারণে খুবই অপরিষ্কার লাগে বাসনগুলিকে। তাই আজকে Sangbad Onlineএর এই প্রতিবেদনে আপনাদের এমনই কিছু Kitchen Tips এর খোঁজ দিতে এলাম যার সাহায্যে খুব সহজেই পোড়া দাগের থেকে মুক্তি পাবেন আপনারা।

বাসনের পোড়া দাগ তোলার জন্য রইল কিছু kitchen tips :

Kitchen tips

অ্যালুমিনিয়াম ফয়েল- কড়াই বা বাসনে কালো জমাট বাঁধা দাগ হয়ে গেলে, সেটি তোলার জন্য অ্যালুমনিয়াম ফাইল ব্যবহার করুন। এতে সাবান দিয়ে কালো দাগের উপর ঘষতে থাকুন, তাহলেই তা উঠে যাবে।

Kitchen tips

গরম জল, নুন এবং ডিশওয়াশ- কালো দাগছোপ দূর করার জন্য নুন এবং ডিশওয়াশ ভীষণভাবে কাজে লাগে। এর জন্য প্রথমে বাসনটি গরম করে, কালো দাগের ওপরে ডিশওয়াশ ও নুন ভিজিয়ে স্ক্রাবার দিয়ে মুছতে হবে। তাহলেই দাগ উঠে যাবে।

Kitchen tips
ভিনিগার- কালো দাগ তোলার জন্য ভিনিগার বেশ উপকারী। কড়াই বা কোন বাসনের যে অংশটি পুড়ে গেছে, তাতে ভিনিগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর গরম জল এবং সাবান দিয়ে ঘষে নিলেই তা উঠে যাবে।

Kitchen tips
বেকিং সোডা- গরম জলের সাথে বেকিং সোডা মিশিয়ে, তা কালো কড়াইয়ের উপরে স্ক্রাবার দিয়ে ঘষলে কালো দাগ দূর হয়ে যাবে সহজেই।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles