Rekha: সমকামী রেখা! মহিলা সেক্রেটারির সাথে করেন সহবাস! অভিনেত্রীর আত্মজীবনী ঘিরে তোলপাড় বলিপাড়া
'চিরসবুজ' রেখা দু বছর পেরোলেই পা দেবেন 70- এ।

Rekha: 65 এর গণ্ডি পেরিয়েও চিরযৌবন তিনি। 80 দশক থেকে বলিউডের (Bollywood) দাপিয়ে অভিনয় করছেন এই সুন্দরী। ‘এভারগ্রীন বিউটির’ তকমা পেয়েছেন তিনি। আর দু বছর পেরোলেই তিনি পা দেবেন 70- এ। বর্তমানে তাঁর ছবির সংখ্যা কম হয়ে গেলেও অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হাজার হাজার দর্শক। তিনি ‘চিরসবুজ’ রেখা (Rekha)। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়া তথা মিডিয়ায় হয় না কম চর্চা।
Rekha Biography
বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে রেখার (Rekha) সম্পর্ক ঘিরে হয়েছিল বিপুল সমালোচনা। অনেকেই মনে করেছিলেন নায়িকার সঙ্গে গভীর কোন সম্পর্ক রয়েছে অমিতাভের। যদিও এই সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি বলিউড সুপারস্টার। তবে বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, অমিতাভের প্রতি দুর্বলতা রয়েছে তাঁর। সম্প্রতি ফের একবার তিনি চলে এলেন চর্চার কেন্দ্রবিন্দুতে। লেখক ইয়াসের উসমানের লেখা ‘রেখো দ্য আনটোল্ড স্টোরি’ বইটিতে উঠে এসেছে নায়িকার জীবনের বেশ কিছু গোপন তথ্য।
এই বইতে লেখক দাবি করেছেন, বহু বছর ধরেই নাকি অভিনেত্রী তার ব্যক্তিগত সহকারি ফারজানার সঙ্গে সম্পর্কে রয়েছেন। প্রতি মুহূর্তে রেখার পাশেই দেখা যায় তাঁকে। বলা বাহুল্য ফারজানা হলেন রেখার ছায়াসঙ্গী। বইতে লেখা হয়েছে, অভিনেত্রীর সোবার ঘরে নাকি কেবলমাত্র ঢোকার অনুমতি আছে ফারজানার। তাঁর অনুমতি ছাড়া অভিনেত্রীর কাছে ঘেষার সাহস নেই কারোর।
শাহরুখ কিংবা অমিতাভ নন, এই ভারতীয় ইনস্টাগ্রাম থেকে আয় করেন সবচেয়ে বেশি টাকা! জানেন কে সে?
লেখিকা মালবিকা সাংহাই তাঁর বইতে লিখেছেন, ফারজানার সঙ্গেই শারীরিক এবং মানসিক সম্পর্ক রয়েছে রেখার। তাদের সম্পর্কে নাকি পুরুষের ভূমিকা পালন করেন ফারজানা। এমনকি লেখিকা বইতে দাবি করেছেন, অভিনেত্রীর স্বামী মুকেশ আগরওয়াল নায়িকার এই সম্পর্কের কথা জানতে পেরে যাওয়ার কারণে আত্মহত্যা করেছিলেন। এই তথ্য প্রকাশ্যে আসতেই রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। যদিও এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি