লাইফস্টাইল

Horoscope: আজ ভাগ্যের শিকে ছিঁড়তে চলেছে কোন কোন রাশির? চোখ বুলিয়ে নিন রাশিফলে

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল।

Advertisements

Horoscope: হাজারো ব্যস্ততার মাঝেও নিত্যদিন নিয়ম করে রাশিফলে (Horoscope) চোখ বুলিয়ে নেন বহু মানুষ। জ্যোতিষ শাস্ত্র মতে, আজকের দিনটি কেমন কাটতে চলেছে, তা নিয়ে রয়েছে বহু ধরনের জল্পনা। আজ চন্দ্রের প্রভাব কিছু রাশির জন্য শুভ আবার অনেক রাশির জন্য অশুভ। ছুটির দিন কোন রাশির জন্য রয়েছে সুখবর, আর কোন রাশির জন্য বাড়বে দুঃখ। জেনে নেওয়া যাক বিস্তারিত।

Today’s Horoscope:

 

Advertisements

Horoscope

  • মেষ(Aries):

অফিসে কোন কারনে আজ অবসাদগ্রস্ত হতে পারেন এই রাশি জাতকরা। তবে বরিষ্ঠ আধিকারিকের সহায়তায় কাটবে সেই অবসাদ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। আজ জীবন সঙ্গীর সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাওয়া হতে পারে।

Advertisements

Horoscope

  • বৃষ ( Taurus):

দীর্ঘদিন ধরে যারা রোগ জ্বালায় ভুগছেন তারা চিকিৎসকদের পরামর্শ নিন। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বড়সড় সফলতা আসতে পারে। ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি বেশ শুভ।

Horoscope

  • মিথুন (Gemini):

মিথুন রাশির জাতকরা আজকে যে কাজ করবেন তাতেই থাকবেন আনন্দিত। সরকারি চাকরির সঙ্গে জড়িত ব্যক্তিরা পাবেন বড়সড় সাফল্য। জীবনে আসবে শান্তি।

Horoscope

  • কর্কট (Cancer):

কর্কট রাশির জাতকদের ব্যবসায় আগত বাধা দূর হবে। সূচনা হতে পারে নতুন প্রকল্পের। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। ধর্মীয় অনুষ্ঠানের যাওয়ার ইচ্ছে থাকলে তা আজ পূর্ণ হবে।

Horoscope

  • সিংহ (Leo):

সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি সেভাবে ভালো নয়। আজ অবসাদে ভুগতে পারেন এই রাশির জাতকরা। প্রেম জীবনেও দেখা দেবে অবসাদ।

Horoscope

  • কন্যা (Virgo):

চাকরিপ্রার্থীদের জন্য আজকের দিনটি বেশ শুভ। রাজনীতির উদ্দেশ্যে যারা কাজ করবেন তাদের জীবনে আসবে সফলতা। পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। তবে মায়ের সঙ্গে হতে পারে কথা কাটাকাটি তাই নিজের রাগকে রাখতে হবে নিয়ন্ত্রণে।

Horoscope

  • তুলা (Libra):

তুলা রাশির জাতকের জন্য আজকের দিনটি শুভ। কর্মক্ষেত্রে যারা শত্রু ছিলেন এতদিন তারা আজ পরিণত হবেন মিত্রে। কোন সরকারি কাজে আধিকারিকদের সাহায্য লাভ করবেন।

Horoscope

  • বৃশ্চিক (Scorpio):

বৃশ্চিক রাশির যে সমস্ত জাতকরা রাজনীতির সঙ্গে জড়িত তাদের বিচার ধারায় মতভেদ প্রকাশ্যে আসবে। যদিও যেকোনো কাজে আসবে সফলতা এবং বাড়বে জনসমর্থন।

Horoscope

  • ধনু (Sagittarius):

ধনু রাশির জাতকদের আজ অর্থ লাফে নতুন পথ প্রশস্ত হবে। যার ফলে মজবুত হবে আর্থিক পরিস্থিতি। তবে আজ মন খুলে কারো সঙ্গে কথা বলা চলবে না তাহলেই লাভের পথে আসতে পারে বাধা।

Horoscope

  • মকর (Capricorn):

ব্যবসায় উন্নতি লাভ হবে মকর রাশির জাতকের। পরিবারের কোনো সদস্যের সঙ্গে হতে পারে ঝগড়া তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সন্ধ্যাবেলা মন্দিরে ঘুরতে যেতে পারেন এই রাশির জাতকরা।

কেমন কাটবে আজকের দিন? জেনে নিন রাশিফল

Horoscope

  • কুম্ভ (Aquarius):

কুম্ভ রাশির জাতকদের ব্যবস্থা এবং পরিকল্পনা কোনো শত্রুর কারণে দেরিতে কার্যকরী হতে পারে ফলে লাভ হবে কম। তবে আটকে থাকা কোনো কাজ পূর্ণ হবে বরিষ্ঠ সদস্যদের সহযোগিতায়।

Horoscope

  • মীন (Pisces):

মীন রাশির জাতকদের সহকর্মীদের সঙ্গে হতে পারে বিবাদ। শারীরিক বা মানসিক অসুস্থতা থাকলে কষ্ট আরো বাড়বে। সন্ধ্যাবেলা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করা যেতে পারে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles