Business Idea: মাত্র 5,000 টাকাতেই মালামাল! আজই শুরু করুন এই ব্যাবসাগুলি
এমনও অনেকে আছেন যারা চাকরির পাশাপাশি স্বাধীন একটি ব্যবসা করে ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান

Business Idea: চাকরি মানেই পরের গোলামি। আর তাই অনেকেরই চাকরি একেবারেই পছন্দ নয়। তবে পেট চালানোর জন্য বাধ্য হয়ে করতে হয় চাকরি। আবার এমনও অনেকে আছেন যারা চাকরির পাশাপাশি স্বাধীন একটি ব্যবসা করে ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চাইছেন। তবে এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক পরিস্থিতি। তবে একবার ভেবে দেখুন তো যদি অল্প টাকা বিনিয়োগ করে মোটা অংকের টাকার ব্যবসা করা (Business Idea) যায় তাহলে কেমন হবে? ভাবছেন হয়তো এও আবার সম্ভব নাকি? হ্যাঁ আসলেই এটি সম্ভব। মাত্র 5,000 টাকা খরচ করেই শুরু করা যেতে পারে ব্যবসা। ঘরে আসবে, মোটা অংকের টাকা।
Business Idea
অনলাইন শিক্ষকতা:
করোনা পরিস্থিতির পর থেকেই অনলাইনে শুরু হয়েছে পঠন পাঠন। খুব সহজেই এই কাজ করতে পারবেন যে কেউ। এর জন্য কেবলমাত্র নিজের পছন্দের বিষয়টি বেছে নিতে হবে। এরপর নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে অল্প টাকা বিনিয়োগ করে করা যাবে মোটা অঙ্কের আয়। এক্ষেত্রে বাদ্যযন্ত্র বাজানো, মার্কেটিং, ফটোগ্রাফি, ছবি আঁকা সহ যে কোনো বিষয়ের ওপর করা যেতে পারে শিক্ষকতা।
খাবারের হোম ডেলিভারি:
বর্তমান সময়ে বাড়িতে রান্না করে খাবার নিয়ে অফিস যাওয়া সকলের পক্ষে আর হয়ে ওঠে না। তাই অনেককেই ভরসা রাখতে হয় হোটেলে। যদিও হোটেলের খাবার অনেকেরই পছন্দ নয়। এই চাহিদা মেটাতেই শুরু হয়েছিল খাবারের হোম ডেলিভারির ব্যবসা। আপনিও চাইলে খুব সহজেই বাড়িতে রান্না করে শুরু করতে পারেন হোম ডেলিভারি।
লেখালেখি করে মোটা টাকা আয়ের সুযোগ! কী ভাবে? জেনে নিন বিস্তারে
কাস্টমাইজড গয়না তৈরি:
বাড়িতে বসেই খুব সহজেই তৈরি করা যেতে পারে নতুন ধরনের গয়না। তবে অবশ্যই গয়নার ডিজাইনে আনতে হবে নতুনত্ব। মাত্র 5,000 টাকা খরচ করেই শুরু করা যেতে পারে এই ব্যবসা। খুব অল্প টাকার বিনিময় পাওয়া যায় এ ধরনের গয়না তৈরি উপকরণ।
ফ্রিল্যান্স কনটেন্ট রাইটিং:
ইংরেজি ভাষায় দক্ষতা থাকলে কনটেন্ট রাইটিং এর কাজ করা যেতে পারে। বাড়িতে বসেই এই কাজ করে আয় করা সম্ভব মোটা অংকের টাকা। বিভিন্ন ফ্রিল্যান্স সাইটের মাধ্যমে এই কাজ পাওয়া যায় সহজেই।
হস্তশিল্প সামগ্রী বিক্রি:
এমন অনেকেই আছেন যারা ঘর সাজানোর বিভিন্ন জিনিস বানাতে ভীষণ ভালোবাসেন। আপনারও যদি এই গুণ থেকে থাকে তাহলে মাত্র 5,000 টাকা খরচ করেই শুরু করতে পারেন এই ব্যবসা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি