Horoscope: গজকেশীর যোগের অদ্ভুত সংযোগ, আজ ভাগ্য বদলে যাবে 4 রাশির!
চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল।

Horoscope: ক্যালেন্ডার অনুযায়ী চলছে শ্রাবণ মাস। আর তারই মাঝে আজ গজকেশরী যোগের এক অদ্ভুত সংযোগ রয়েছে। জ্যোতিষ শাস্ত্র মতে, চন্দ্র আজ তুলা রাশিতে বিচরণ করবে। যার ফলে গজকেশরী যোগ তৈরি হবে। আজকের এই বিশেষ দিনটি মিথুন রাশির জাতকদের জন্য লাভপ্রদ প্রমাণিত হবে। এছাড়াও কোন রাশির (Horoscope) সময় কেমন কাটবে? দেখে নেওয়া যাক খুঁটিনাটি।
Today’s Horoscope
- মেষ রাশি (Aries):
মনে কোনো গোপন কথা যদি থেকে থাকে থাকলে আজ প্রিয় মানুষ কিংবা প্রিয় বন্ধুর সঙ্গে খোলাখুলি ভাবে কথা বলা যেতে পারে। এই রাশির জাতকদের আজকে রাগ এবং হতাশা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
- বৃষ রাশি (Taurus):
আজকের দিনটি অত্যন্ত ভালো বৃষ রাশির জাতকদের জন্য। তবে চোখ, কান খোলা রেখে করতে হবে কাজ। ভালো সুযোগ এলে কোনভাবেই তা হাতছাড়া করা চলবে না। অবিচল থাকতে হবে নিজের লক্ষ্যে।
- মিথুন রাশি (Gemini):
এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি বেশ শুভ। কঠিন পরিস্থিতি থেকে খুব সহজেই নিজেকে বের করে আনতে পারবেন। প্রিয়জনদের সঙ্গে কাটবে ভালো সময়।
- কর্কট রাশি (Cancer):
যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিধা রাখা চলবে না মনে। আজ মন যা চাইছে সেই কাজ করা উচিত এই রাশির জাতকদের।
- সিংহ রাশি (Leo):
উদার মনোভাবের কারণে অন্যদের মন জিতে নিতে পারবেন এই রাশির জাতকরা। আজ সমস্ত নেতিবাচকতা মন থেকে দূর হয়ে যাবে।
- কন্যা রাশি (Virgo):
গুরুজনদের কাছ থেকে যেকোনো কাজের জন্য পরামর্শ নেওয়া যেতে পারে। এই রাশির জাতকদের প্রতিভার প্রশংসা করবেন সকলে।
- তুলা রাশি (Libra):
এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি অতটাও ভালো নয়। নানান কাজ করতে গিয়ে হতে পারে অস্বস্তিবোধ কিন্তু সকলের সামনে কোনোভাবেই তা প্রকাশ করা চলবে না।
- বৃশ্চিক রাশি (Scorpio):
অর্থনৈতিক পরিস্থিতির দিকে বিশেষ নজর দিতে হবে এই রাশির জাতকদের। মাথা ঠান্ডা করে করতে হবে কাজ।
- ধনু রাশি (Sagittarius):
এই রাশির জাতকদের আজকের দিনটি মোটেই ভালো যাবে না। আজ এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যার জন্য মেজাজ হারাতে পারেন এই রাশির জাতকরা। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মাথা ঠান্ডা রাখতে হবে।
- মকর রাশি (Capricorn):
নতুন কোন কাজ শুরু করার জন্য আজকের দিনটি বেশ শুভ এই রাশির জাতকদের।
- কুম্ভ রাশি (Aquarius):
ভালো মানুষদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে। বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
- মীন রাশি (Pisces):
জীবনে নতুন বন্ধুর আগমন ঘটবে এই রাশির জাতকদের। আর্থিক খরচে টানতে হবে রাশ।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি