Horoscope: এই রাশির জাতকদের ওপর থাকবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা! চট করে চোখ বুলিয়ে নিন রাশিফলে
চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল।

Horoscope: আজ দিনরাত তুলা রাশিতে বিচরণ করবে চন্দ্র। এক দিকে যেমন গজকেশরী যোগের প্রভাব থাকবে অন্য দিকে তুলায় উপস্থিত কেতুর সঙ্গে চন্দ্রের যুতির ফলে অশুভ গ্রহণ যোগ তৈরি হয়েছে। কোন কোন রাশির ভাগ্যের শিকে ছিঁড়বে দেখে নেওয়া যাক।
Today’s Horoscope
মেষ রাশি (Aries):
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন এই রাশির জাতকরা। তবে সাবধানে ব্যয় করলেই হবে সমস্যা দূর। নজর রাখতে হবে আয়ের দিকেও।
বৃষ রাশি (Taurus):
যারা প্রেমের সম্পর্কে জড়িত আজকের দিনটি খুব ভালো কাটবে তাদের। যারা বিবাহিত তাদের জন্য শুভ আজকের এই দিনটি। কর্মক্ষেত্র এবং পরিবারে বাড়বে সম্মান।
মিথুন রাশি (Gemini):
যেকোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভ। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের এই দিনটি বেছে নিতে পারেন এই রাশির জাতকরা।
কর্কট রাশি (Cancer):
কর্মক্ষেত্র হোক কিংবা পরিবার। আজ কোনো জায়গাতেই সমস্যার সম্মুখীন হতে হবে না এই রাশির জাতকদের। সব জায়গায় বাড়বে সম্মান।
সিংহ রাশি (Leo):
একটানা কাজের থেকে এবার কিছুটা ছুটি নেওয়া প্রয়োজন। নিজেকে দিতে হবে সময়।
কন্যা রাশি (Virgo):
অন্যের ওপর নির্ভর না থেকে নিজের উদ্যোগে শুরু করতে হবে কাজ। কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দিনটি কাটলেও আসবে সাফল্য।
তুলা রাশি (Libra):
অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আজ কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। সমস্ত বিষয় খতিয়ে দেখে তারপরে নিতে হবে সিদ্ধান্ত।
বৃশ্চিক রাশি (Scorpio):
আজকের দিনটি মোটেই ভালো যাবে না বৃশ্চিক রাশির জাতকের। শত চেষ্টা করেও আয়ত্তে আসবে না পরিস্থিতি। তবে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে যেকোনো কাজে।
ধনু রাশি (Sagittarius):
আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য খুব একটা ভালো না হলেও নানান রকম সমস্যা সমাধান হতে পারে। কোনভাবেই করা যাবে না দুশ্চিন্তা।
মকর রাশি (Capricorn):
কর্মক্ষেত্র হোক কিংবা পরিবার। সর্বত্রই ভারসাম্য বজায় রেখে চলতে হবে। আজ পরিবারের সদস্যদের প্রাধান্য না দিলে বাঁধতে পারে ঝামেলা।
কুম্ভ রাশি (Aquarius):
কর্মের দিকে একটু বেশি নজর দিতে হবে এই রাশির জাতকদের। তবে অতিরিক্ত কাজের ভারে নিজেকে জর্জরিত করা চলবে না।
মীন রাশি (Pisces):
এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি বেশ শুভ। আজ সৌভাগ্য সঙ্গে থাকবে এই রাশির জাতকদের। মনে কোনোরকম দ্বিধা না রেখে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবেন তারা। যেকোনো শুভ কাজ শুরু করার জন্য আজকের দিনটি বেশ ভালো।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি