বিনোদন দুনিয়াভাইরালভিডিও

Koel Mallick: ‘প্রেমেরই ধুম জ্বরে’, ভরা মঞ্চে বেসুরো গান গেয়ে ট্রোলের শিকার অভিনেত্রী কোয়েল মল্লিক, রইল ভাইরাল ভিডিও 

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক

Advertisements

Koel Mallick singing video: টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক (Koel Mallick)। খুব কম দিনে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে সকলের মন জিতে নিয়েছেন তিনি। পরিচালক নিশপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। কেরিয়ারের প্রথম দিকে টলিউডের বিভিন্ন নায়কের সঙ্গে জুটি বেঁধে চুটিয়ে কাজ করেছেন তিনি। তারমধ্যে জিৎ-কোয়েলের রসায়ন আলাদাভাবে নজর কেড়েছিল দর্শকের।

Actress Koel Mallick

Koel Mallick

Advertisements

অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। জনপ্রিয় হওয়ার দরুন মাঝেমধ্যেই বিভিন্ন জায়গার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয় তাঁকে। সেই সব অনুষ্ঠানে‌ নিজেদের প্রিয় অভিনেত্রীকে দেখতে শয়ে শয়ে লোক জড়ো হয়। অনুরাগীদের অনুরোধে মঞ্চে গান করতে শোনা যায় তাকে।

Koel Mallick’s Viral Stage Performance

Koel Mallick: 'প্রেমেরই ধুম জ্বরে', ভরা মঞ্চে বেসুরো গান গেয়ে ট্রোলের শিকার অভিনেত্রী কোয়েল মল্লিক, রইল ভাইরাল ভিডিও 

Advertisements

সম্প্রতি তেমনই একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে কোয়েলের। ভাইরাল হওয়া স্টেজ পারফরম্যান্সের সেই ভিডিওটিতে তাঁকে অনুষ্ঠানে উপস্থিত তার অনুগামীদের অনুরোধে একটি গান পরিবেশন করতে দেখা গিয়েছে। দেবের সঙ্গে অভিনীত ‘পাগলু’ সিনেমাটি থেকে পাগুলুর টাইটেল ট্র্যাক অর্থাৎ ‘পাগলু থোরাসা ক্যারলে রোমান্স’ গানটি তিনি তাঁর দর্শকদের উদ্দেশ্যে পরিবেশন করেছেন। যা রাতারাতি ভাইরালও হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে তাঁর গাওয়া গানে অনুষ্ঠানে উপস্থিত অনুরাগীরা সন্তুষ্ট হলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ট্রোলের স্বীকার হয়েছেন অভিনেত্রী। মিউজিকের সঙ্গে সুর-তাল বা লয় খুব একটা না মেলায় গানটি শ্রুতিমধুর হয়নি অনেকের কাছেই। কার্যত সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি।

বয়স হাঁটছে উল্টো পথে, ফ্লোরাল প্রিন্টেড পোশাকে আবারও নজর কাড়লেন জনপ্রিয় টলি ডিভা শ্রাবন্তী, ভাইরাল ভিডিও

Netizen’s Reaction

উল্লেখ্য, বেসুরো গান গেয়ে সমালোচনার সম্মুখী হয়েছেন টলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা।‌ এছাড়া টেলিপর্দার বিভিন্ন তারকাও স্টেজ শো করে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। সেই তালিকা থেকে বাদ পড়লেন না অভিনেত্রী কোয়েল মল্লিকও। অনেকেই লিখেছেন তার শুনে তারা কোমায় চলে গিয়েছেন। যদিও গান গাওয়ার আগে তিনি জানিয়েছিলেন তিনি গান গাইতে পারেন না। তবুও তার দর্শকদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই বেসুরো গান পরিবেশন করেন তিনি। এই স্টেজ পারফরম্যান্সের ভিডিওটি কয়েক বছর আগে আপলোড করা হলেও এখন আবার সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর তারপরই আরও একবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles