Kojagari Lakshmi Puja 2023: কবে কোজাগরী লক্ষ্মীপূজো? জেনে নিন শুভক্ষণ ও এই দিনের তাৎপর্য
উমা তার ছেলে মেয়েদের নিয়ে কৈলাশে ফেরে ঠিকই কিন্তু কয়েকদিন পরেই মর্তে আসেন দেবী লক্ষ্মী।

Kojagari Lakshmi Puja 2023: বিজয়ার পর থেকেই বাঙালির মন ভারাক্রান্ত হয়ে ওঠে। উমার প্রত্যাবর্তনে সকলের মন হুহু করে ওঠে। উমা তার ছেলে মেয়েদের নিয়ে কৈলাশে ফেরে ঠিকই কিন্তু কয়েকদিন পরেই মর্তে আসেন দেবী লক্ষ্মী। সামনেই দেবী লক্ষ্মীর পূজা। ঘরে ঘরে এমনকি প্রতিটি দুর্গা মন্ডপে লক্ষ্মী পূজা পালন করা হয়। রীতি অনুযায়ী আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা পালন করা হয়ে থাকে।
Kojagari Lakshmi Puja 2023
হিন্দু শাস্ত্র মতে দেবী লক্ষ্মী ধণসম্পদ ও সৌভাগ্যের দেবী। প্রতি ঘরে যাতে মা লক্ষ্মী বিরাজ করেন এবং ধনসম্পদে ঘর ফুলে ফেঁপে ওঠে সেই কারণে মা লক্ষ্মীর আরাধনা করা হয়।সাধারণত, সারা বছর বৃহস্পতিবার করে লক্ষ্মীপুজো করা হয়ে থাকে। তবে দুর্গাপুজোর পরে কোজাগুলি লক্ষ্মী পূর্ণিমার মাহাত্ম্য অনেক। এইদিন বিশেষ কিছু আচার অনুষ্ঠান পালন করতে হয় দেবীকে সন্তুষ্ট করার জন্য।
লক্ষ্মী পুজোর তিথি ও শুভক্ষণ:
চলতি বছরে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা পড়েছে ২৮শে অক্টোবর শনিবার। দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শনিবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ভোর ৪.১৭ মিনিটে এবং পূর্ণিমা তিথি থাকবে রাত ১.৫৩ মিনিট পর্যন্ত৷
১ টাকায় ভ্রমন করুন তারাপীঠ, কৌশিকী আমাবস্যায় মা তারার দর্শন করুন! জেনে নিন বিস্তারিত
কোজাগরী শব্দের অর্থ, কো জাগতী অর্থাৎ যিনি পূর্ণিমায় রাত জেগে দেবী লক্ষ্মীর পুজো করেন। তাই হল কোজাগরী পূর্ণিমা। কথিত আছে এইদিন রাত জেগে কে লক্ষ্মীর আরাধনা করছেন, ঘরে প্রদীপ জ্বালিয়ে ধন পাওয়ার আশায় বসে রয়েছেন, তা দেখতেই নিজের বাহনে করে ঘরে ঘরে উঁকি দেন মা লক্ষ্মী। যে প্রদীপ জ্বালিয়ে রাত জেগে থাকেন তাঁর ঘরেই ধনসম্পদ ফুলে ফেঁপে ওঠে মা লক্ষ্মীর কৃপায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি