লাইফস্টাইল

Kojagori Lakshmi Puja Rituals: কোজাগরি লক্ষ্মী পূজার দিন ভুলেও এই কাজগুলি করবেন না, রুষ্ট হবেন দেবী লক্ষ্মী

রীতি অনুসারে আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা পালন করা হয়ে থাকে।

Advertisements

Kojagori Lakshmi Puja Rituals:

চলতি বছরের শনিবার ধন সম্পদের দেবী লক্ষ্মীর পূজো। রীতি অনুসারে আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা পালন করা হয়ে থাকে। পুরাণ মতে দেবী লক্ষ্মী হলেন ধনঐশ্বর্য, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। প্রতি ঘরে মা লক্ষ্মী যাতে সর্বদা বিরাজমান হন সেই কারণে এই কোজাগরি পূর্ণিমার দিন নিয়ম মেনে দেবী লক্ষ্মীর পূজাপাঠ করা হয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্র মতে, কোজাগরী লক্ষ্মী পূজার দিন এমন কিছু কাজ আছে যা করলে রুষ্ট হন দেবী লক্ষ্মী।

সাদা ফুল ব্যবহার করবেন না:

কোজাগরী লক্ষ্মী পূজার দিন সাদা ফুল ব্যবহার করবেন না। লাল, গোলাপি কিংবা হলুদ রঙের ফুল মাকে অর্পণ করলে তা অত্যন্ত শুভ।

Advertisements

কবে কোজাগরী লক্ষ্মীপূজো? জেনে নিন শুভক্ষণ ও এই দিনের তাৎপর্য

লোহার বাসন ব্যবহার করা যাবে না:

কোজাগরি লক্ষ্মী পূজায় লোহার কোনো বাসন ব্যবহার করা যাবে না।

কালো বা সাদা বস্ত্রের উপর মূর্তি স্থাপন করা যাবে না:

কোনো কালো বা সাদা বস্ত্রের উপর মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করা যাবে না।

Advertisements

এছাড়া কোজাগরী লক্ষ্মী পূজার দিন ধুপ, প্রদীপ অবশ্যই মা লক্ষ্মীর ডানদিকে রাখতে হবে।

এছাড়াও এইদিন লাল বা হলুদ বস্ত্র পরে মায়ের পুজো করা ভালো।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles