Kolkata Metro: জুন মাস থেকে রবিবার সকাল ৯টার পরিবর্তে ১০টা থেকে চলবে মেট্রো, জানুন বিস্তারিত
কলকাতা মেট্রোর (Kolkata Metro Rail) তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করা হলো।

Kolkata Metro: কলকাতা মেট্রোর (Kolkata Metro Rail) তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করা হলো। গোটা জুন মাস জুড়ে রবিবারগুলিতে সকাল ৯ টার পরিবর্তে ১০টা থেকে চালু থাকবে মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) মেট্রো স্টেশন পর্যন্ত দেরিতেই মেট্রো পরিষেবা চালু হবে। এতদিন শনিবারের একইভাবেই মেট্রো পরিষেবা বন্ধ ছিল। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে, মেট্রো রেলের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
কোন কোন দিন Kolkata Metro দেরিতে চলাচল করবে?
- ৪ ঠা জুন
- ১১ ই জুন
- ১৮ই জুন
- ২৩ শে জুন
আরো পড়ুন – বন্দে ভারতে চড়ে সহজেই করা যাবে কেদারনাথ ধাম যাত্রা, দেখে নিন খরচ ও সময়
কেন মেট্রো এই কদিন দেরিতে চলাচল করবে?
বেশ কয়েকদিন ধরেই মেট্রো দেরিতে চলাচল করছে বিশেষ কয়েকটি দিনে। কয়েকটি সপ্তাহে শনিবারগুলিতে মেট্রো রক্ষণাবেক্ষণের কাজ চলেছে। এর ফলে সেই দিনগুলি সকাল ৬ টা ৫০ মিনিট থেকে ১০ টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টা ১০ মিনিট, মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। তবে রবিবারগুলিতে এই জাতীয় কোন সমস্যা ছিলো না প্রথমে। এরপর রবিবারগুলিতেও ১০ টা থেকে মেট্রো চলাচল শুরু হয়, যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগ হয়।
মেট্রো কর্তৃপক্ষর নির্দেশ অনুসারে, নানান জায়গায় মেট্রো রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এমন বিঘ্ন পরিষেবা পাচ্ছেন যাত্রীরা। চলতি মাসে আরো বেশ কয়েকদিন এমন কাজ হবে একইভাবে। তবে কার্যতপক্ষে রবিবার গুলিকেই বেছে নেওয়া হয়েছে কারণ রবিবারে যাত্রী সংখ্যা এবং নিত্যযাত্রী সংখ্যা বেশ কিছুটা কম থাকে তাও আবার সকালের দিকে। তবে অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে।