Kolkata NJP Train: কলকাতা টু উত্তরবঙ্গ যাওয়ার সিক্রেট রুট! পুজোর মাসেও আরামসে পেয়ে যাবেন টিকিট
ছুটি পেলেই সকলে রওনা দিচ্ছে উত্তরবঙ্গের দিকে। পূজোতে ট্রেনের (Train) টিকিট প্রায় অধারা!

দক্ষিণবঙ্গের গরম অত্যাধিক মাত্রায় বেড়ে যাওয়ার ফলে, এ বছর জুড়ে শুধুই উত্তরবঙ্গ যাওয়ার হিড়িক। ছুটি পেলেই সকলে রওনা দিচ্ছে উত্তরবঙ্গের দিকে। পূজোতে ট্রেনের (Train) টিকিট প্রায় অধারা! সকলেই পূজোর ছুটিতে কলকাতা থেকে রওনা দিচ্ছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। সেই কারণে অতি আগে থেকেই হাওড়া- শিয়ালদা থেকে এনজিপিগামী ট্রেনগুলি রীতিমতো ফুল হয়ে গিয়েছে। অনেক পর্যটকেরই এই কারণে মুখ ভার হয়ে আছে! তবে মুখ ভার হলেও সমাধান কিন্তু রয়েছে।
Secret Train Route from Kolkata to Siliguri
পাহাড় দেখার সব রাস্তা বন্ধ হয়ে গেলেও সিক্রেট রুট কিন্তু এখনো খোলা রয়েছে।যার মাধ্যমে পুজোর মাসেও টিকিট বুক করা যাবে অতি সহজে কিন্তু সেটি কোনটি, তা অনেকেই জানেনা। তাই আর দেরি না করে দেখে নিন, সেই সিক্রেট পথ কোনটি।
প্রথমত এই পদ্ধতিতে কলকাতা থেকে উত্তরবঙ্গ পৌঁছাতে গেলে ব্রেক জার্নি করতে হবে। রিজার্ভেশন না হলেও কোন সমস্যা নেই। কলকাতা স্টেশন থেকে শুরু হবে এই যাত্রা।
কলকাতা স্টেশন থেকে এই ট্রেন (Train) ছাড়বে প্রতিদিন সন্ধে ৭:৩০ মিনিটে। এই ট্রেনটির নাম হল রাধিকাপুর এক্সপ্রেস। এই ট্রেনে এসি নন এসি দু ধরনের কামরা রয়েছে। ট্রেনে চেপে পরের দিন ভোরবেলা নামতে হবে বারসোই জংশনে।
বিরসোই জংশন থেকে একাধিক ট্রেন (Train) রয়েছে যেগুলি এনজিপি যায়। সকাল থেকে দুপুরের মধ্যে প্রায় চারটি ট্রেন রয়েছে যেগুলি নিউ জলপাইগুড়ি যায়। তবে শিলিগুড়ি যেতে গেলে ৮:৩২ মিনিটে কামাখ্যা ক্যাপিটালে যেতে হবে।
কেউ চাইলে এই সফরের টিকিটও আগে থেকে বুক করে রেখে যেতে পারে। তবে যেহেতু জার্নি একেবারেই কম, তাই আগে থেকে বুক না করলেও যাওয়া যাবে অতি সহজে। এছাড়া ব্রেক জার্নি করার ফলে টিকিটও পাওয়া যাবে অতি সহজে।
Ticket Price
কলকাতা থেকে উত্তরবঙ্গ গেলে ঠিক যেরকম টিকিটের দাম পড়তো, এখানেও তারতম্য বিশেষ নেই। প্রথমে কলকাতা থেকে বারসোই যেতে টিকিটের দাম পড়বে ২৬৫ টাকা, বারসোই থেকে পরবর্তীতে শিলিগুড়ি যেতে টিকিটের দাম পড়বে ১৪৫ টাকা। কেউ যদি এসিতে যেতে চায় সেক্ষেত্রে কলকাতা থেকে বারসোইয়ের টিকিটের দাম ৭০৫ টাকা এবং শিলিগুড়ি পর্যন্ত ৫০৫ টাকা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি