অফবিটভাইরাল

Jagadhatri Puja 2023: ২৫১ বছরে পা! ১২ কেজি সোনার গহনায় সেজে উঠলেন কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমা

কৃষ্ণনগরের কথা বললেই যে জগদ্ধাত্রী পুজোর কথা মনে পড়ে তা হলো বিখ্যাত বুড়িমার পূজো।

Advertisements

Jagadhatri Puja 2023: আজ জগদ্ধাত্রী পূজোয় নবমী। চন্দননগর থেকে শুরু করে বিভিন্ন জেলা সেজে উঠেছে আলোর শামিয়ানায়। সেই তালিকা থেকে বাদ পড়েনি নদীয়ার কৃষ্ণনগর। কৃষ্ণনগরের কথা বললেই যে জগদ্ধাত্রী পুজোর কথা মনে পড়ে তা হলো বিখ্যাত বুড়িমার পূজো। এই পূজো শুরু হয় নবমী থেকে। তার আগে সাজিয়ে তোলা হয় মাকে।এই বছর কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পূজো ২৫১ বছরে পদার্পণ করছে।

Jagadhatri Puja 2023:

কৃষ্ণনগরের বিখ্যাত ‘বুড়িমা’

প্রতি বছর বুড়িমাকে দেখতে দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থীদের ঢল নামে। প্রচুর মানুষের আগমনে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য সর্বদা পুলিশি নিরাপত্তা দেওয়া থাকে। প্রায় ৯ থেকে ১২ কেজি সোনার গয়নায় সুসজ্জিত করা হয় বুড়িমাকে। যা দেখতে ভিড় জমায় লোকজন।

Advertisements

বুড়িমা

সোমবার সন্ধ্যা থেকে পূজা কর্তারা সোনার অলঙ্কার পড়াতে শুরু করেছেন বুড়িমাকে। সম্পূর্ণ পুলিশি পাহারায় মাকে সোনার গহনায় সাজিয়ে তোলা হয়। ইতিমধ্যে মায়ের সাজ দেখতে অগণিত দর্শনার্থীদের ঢল নেমেছে চাষাপাড়া বারোয়ারী প্রাঙ্গণে। পূজাকর্তাদের তরফে জানা গিয়েছে এই বছর বুড়িমাকে আনুমানিক ১২ কেজি সোনার গহনায় সাজানো হয়েছে।

Advertisements

এই বছর চন্দননগরের জগদ্ধাত্রী পূজায় থাকছে নয়া চমক! চিন্তা কমবে স্থানীয় মানুষের

Jagadhatri Puja

ভক্তদের বিশ্বাস বুড়িমার কাছে যা চাওয়া হয় সেই মনস্কামনা পূর্ণ করেন তিনি। রাজ্যের বাইরেও বহু মানুষ বুড়িমার কাছে আসে। বুড়িমার সাজ দেখতে যেমন লোকের আগমন হয় তেমনই দেবীর ভোগ পাওয়ার জন্যও লাইন দেন মানুষজন। তারা এই বুড়িমার প্রসাদকে মহাপ্রসাদ হিসাবে গণ্য করেন। পূজো কর্তারা জানিয়েছেন এই বছর প্রায় ৩০-৩৫ হাজার দর্শনার্থী এই মহাপ্রসাদ পাবেন। বুড়িমার প্রসাদ তৈরিতে প্রায় ৫০ কুইন্টাল চাল, ২ কুইন্টাল দারচিনি, ১৩ কুইন্টাল ঘি ব্যবহৃত হয়। এছাড়াও থাকে এলাচ, কাজু, কিসমিসও।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles