খবর

Largest Railway Station: দেশের বৃহত্তম রেল স্টেশন কোনটি জানেন? নামটা শুনলেই গর্বে ভরে যাবে বুক

এক দেশ থেকে অন্য দেশ কিংবা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের জন্য নিত্যদিন বহু মানুষ ভরসা করেন রেলপথে।

Advertisements

Largest Railway Station: কম সময়ে এবং কম খরচে দীর্ঘ পথ অতিক্রম করতে ভারতবাসীর একমাত্র ভরসা রেলপথ। অনেকের কাছে রোমাঞ্চকর দূরপাল্লার ট্রেনে যাতায়াত। আবার ট্রেনে যাত্রা যেমন আরামদায়ক ঠিক তেমনই খরচ হয় কম। আর সে কারণেই এক দেশ থেকে অন্য দেশ কিংবা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের জন্য নিত্যদিন বহু মানুষ ভরসা করেন রেলপথে। তবে জানেন কী ভারতের বৃহত্তম (Largest Railway Station) 8 টি স্টেশন কোনগুলি? একেবারে প্রথমে রয়েছে কোন স্টেশনের নাম? জেনে নেওয়া যাক বিস্তারিত।

Largest Railway Station

হাওড়া স্টেশন (Howrah Station): 

Advertisements

ভারতের সবচেয়ে বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশনের (Largest Railway Station) মর্যাদা পেয়েছে হাওড়া স্টেশন (Howrah Station)। এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় 600 টির বেশি ট্রেন যাতায়াত করে। নিত্যদিন এই স্টেশনে যাতায়াত করেন 10 লক্ষেরও বেশি মানুষ। এই স্টেশনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে ওপার বাংলার। এই রেলস্টেশনটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে।

Largest Railway Station

Advertisements

শিয়ালদহ স্টেশন (Sealdah Station):

দ্বিতীয় নম্বরেই রয়েছে কলকাতার আরও একটি রেলস্টেশন। স্টেশনের নাম শিয়ালদহ (Sealdah Station)। এই স্টেশনে মোট 21 টি প্ল্যাটফর্ম রয়েছে। রয়েছে দুটি টার্মিনাল। নিত্যদিন এই স্টেশনে যাতায়াত করেন 1.8 লক্ষের বেশি মানুষ।

Largest Railway Station

সিটিএস মুম্বাই (CST, Mumbai):

তৃতীয় স্থানে রয়েছে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল (CST, Mumbai)। অনেকেই এই স্টেশনকে বলেন ভারতের জীবন্ত রেল স্টেশন। একটা সময় অবশ্য স্টেশনটি পরিচিত ছিল ভিক্টোরিয়া টার্মিনাল নামে। এখানে রয়েছে মোট 18 টি প্ল্যাটফর্ম।

Largest Railway Station

চেন্নাই সেন্ট্রাল (Chennai Central): 

পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জনপ্রিয়তা পেয়েছে চেন্নাই সেন্ট্রাল রেলস্টেশন(Chennai Central)। স্টেশনে রয়েছে মোট ১৭ টি প্ল্যাটফর্ম যার মধ্যে 5 টিতে শহরতলী ট্রেন যাতায়াত করে এবং 12 টিতে যাতায়াত করে দূরপাল্লার ট্রেন।

Largest Railway Station

নয়া দিল্লি (New Delhi Station):

ব্যস্ততম স্টেশনের দিক থেকে বিচার করলে ভারতের চতুর্থ ব্যস্ততম স্টেশন এটি (New Delhi Station)। স্টেশনে রয়েছে মোট 16 টি প্ল্যাটফর্ম। নিত্যদিন এই স্টেশন নিয়ে চলাচল করে 350 টিরও বেশি ট্রেন।

Largest Railway Station

দিল্লি জংশন (Delhi Junction):

পুরনো দিল্লির প্রাচীনতম রেলওয়ে স্টেশন টির নাম দিল্লি জংশন (Delhi Junction)।ঐতিহাসিক দিক থেকে বিচার করলে এই স্টেশনটি আজও নস্টালজিয়া বহন করে চলেছে। এখানে রয়েছে মোট 16 টি প্ল্যাটফর্ম।

বিশ্বের সবথেকে ছোটো নামের রেল স্টেশন কোনটি জানেন? শুনলে হাসি আটকাতে পারবেন না

Largest Railway Station

আহমেদাবাদ জংশন (Ahmedabad Junction):

গুজরাটের বৃহত্তম রেলওয়ে হাব এবং পশ্চিম রেলওয়ে বিভাগের দ্বিতীয় সবচেয়ে লাভজনক স্টেশনটি হল আহমেদাবাদ জংশন (Ahmedabad Junction)। এই স্টেশনে রয়েছে 12 টি প্ল্যাটফর্ম। নিত্যদিন এই স্টেশন থেকে যাতায়াত করে 340 টিরও বেশি ট্রেন।

Largest Railway Station

খড়গপুর জংশন, পশ্চিমবঙ্গ (Kharagpur Junction,West Bengal):

এই তালিকার স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের আরও একটি স্টেশন। নাম খড়গপুর জংশন। এই স্টেশনে রয়েছে মোট 12 টি প্ল্যাটফর্ম।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles