ট্রেন্ডিং

Legendary Restaurants: বিশ্বের সেরা ১৭ টি রেস্টুরেন্টে তালিকায় কলকাতার এই রেস্টুরেন্ট! জানেন কি তার নাম?

১৫০ টি সেরা রেস্তোরাঁর তালিকায় পার্ক স্ট্রিটের এই জনপ্রিয় খাবার দোকানটিও বর্তমান।

Advertisements

Restaurants: বিশ্বের জনপ্রিয় রেস্টুরেন্টের তালিকায় জায়গা করে নিল কলকাতার পিটার ক্যাট (Peter Cat)। ক্রোয়েশিয়া ভিত্তিক অনলাইন ফুড গাইডে অ্যাটলাসের পক্ষ থেকে এই নয়া প্রতিযোগিতা রাখা হয়েছিল। যেখানে এই কিংবদন্তি রেস্তোরাঁরকে (Restaurants) বেছে নেওয়া হয়েছে, ১৭ নম্বর স্থানে। ১৫০ টি সেরা রেস্তোরাঁর তালিকায় পার্ক স্ট্রিটের এই জনপ্রিয় খাবার দোকানটিও বর্তমান। ১৯৭৫ সালের প্রতিষ্ঠা করা হয় এই রেস্তোরাঁটি (Restaurants)। যা শহরবাসী থেকে পর্যটক সকলের চোখেই সেরা। এবার প্রতিযোগিতাতেও জায়গা করে নিল মহানগরীর এই রেস্তোরাঁ।

 Restaurants
Peter Cat’s special Chelow kabab

Peter Cat Restaurant Ranked 17

১৯৭৫ সালে এই জনপ্রিয় ভারতীয় রেস্টুরেন্টের প্রতিষ্ঠা করা হয়েছিল। এই রেস্তোরাঁর সবথেকে জনপ্রিয় ডিশ হলো চেলো কাবাব। পিটার ক্যাটে প্রতিষ্ঠা করেছিলেন নিতিন কোঠারি। তিনি জানান, ১৯৭৫ সালে তিনি যখন পিটার ক্যাটে খোলেন তখন কাবাবের বিক্রি বেশ ঊর্ধ্বগামী। চেলো কাবাব নামে এই খাবারটি আজও শহরে বেশ জনপ্রিয়। এর পাশাপাশি খাদ্য তালিকা রাখা হয় কাবাব। রয়েছে একটি জনপ্রিয় প্লেট; যেখানে থাকে কাবাব, নান, তন্দুর, ভাজা ডিম, মাখন, চেলো কাবাব সবই।

ভারতের সেরা ১০০ কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের ৮টি কলেজ, তালিকায় রইল কোন কোন কলেজ?

Resturant

Advertisements

Best Indian Restaurants List

  • সেরা ১৫০ রেস্টুরেন্টের তালিকায় ভারতের আরও ৭ টি রেস্টুরেন্ট রয়েছে।
    যেখানে ১১ তম স্থানে রয়েছে কোঝিকোড়ের প্যারাগন রেস্তোরাঁ।
  • এছাড়া ১২ নম্বর স্থানে রয়েছে লখনউ বিখ্যাত টুন্ডে কাবাবি রেস্টুরেন্ট।
  • ২৩ নম্বর স্থান দখল করেছে হরিয়ানার সুখদেব ধাবা।

Resturants

  • ৩৯ নম্বরে আছে কর্নাটকের বেঙ্গালুরুতে, মাভালি টিফিন রুম।
  • ৮৭ নম্বরে রয়েছে দিল্লির করিম।
  • ১১২ নম্বরে মুম্বাইয়ের রাম আশ্রায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles